আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও ফ্রান্স শাখার জাতীয় পার্টির সদস্য সচিব, কচুয়ার কৃতি সন্তান হাবিব খান ইসমাইলের পিতা-মাতার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী অঙ্গ সংগঠনের সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলার জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও ফ্রান্স শাখার জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ হাবিব খান ইসমাইল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জয়নাল আবেদীন, কেন্দ্রীয় জাতীয় পার্টির নেতা মোঃ বাবুল খান, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মিয়াজী, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি রুহুল আমিন, পৌর জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন আহবায়ক কবির হোসেন সেলিম, পালাখাল মডেল ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বিশিষ্ট সমাজসেবক মোঃ আব্দুল হাই তালুকদার, সগীর হোসেন, শফিউল্লাহ তালুকদার প্রমুখ। এ সময় চাঁদপুর জেলা ও কচুয়া উপজেলার জাতীয় পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আত্মার মাগফিরাত ও বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
ছবিঃ কচুয়া জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিলে
প্রধান অতিথির বক্তব্য রাখছেন,কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও ফ্রান্স শাখার জাতীয় পার্টির সদস্য সচিব কচুয়ার কৃতি সন্তান হাবিব খান ইসমাইল।