এমন সমীকরণ সামনে রেখে সোমবার (৩১ অক্টোবর) ব্রিসবেন থেকে অ্যাডিলেডে উড়াল দেয় সাকিব বাহিনী। বিমানবন্দরে টাইগারদের প্রবেশের সময় সাকিবকে ঘিরেই হচ্ছিল সবকিছু। বিভিন্ন গণমাধ্যম ছাড়াও সেখানে থাকা অসংখ্য বাংলাদেশি ভক্ত বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে ছবি তুলছিলেন।সাকিবকে ঘিরে মানুষের এমন আগ্রহ দেখে অস্ট্রেলিয়ানরা চমকে গিয়েছিলেন। একটি এয়ারলাইন্সের একজন কেবিন ক্রু জানতে চেয়েছিলেন, সাকিব কোনো বলিউড তারকা কি না। তখন তাকে জানানো হলো, সাকিব কোনো বলিউড তারকা না। তিনি বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার। তখন ওই কেবিন ক্রু বুঝতে পেরেছেন।
এ সময় অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন জানতে চেয়েছেলিনে, বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা কতটুকু। এ ছাড়া বাংলাদেশ দলের বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন কেউ কেউ।
আফ্রিকার বিপক্ষে বাজে হারের পর জিম্বাবুয়ের বিপক্ষে জয় আত্মবিশ্বাসী করে তুলেছে টাইগারদের। বিশেষ করে, মাঠের বাইরের শত সমালোচনার পরও সাকিবের দুর্দান্ত অধিনায়কত্ব এবং পারফরম্যান্স অবাক করেছে সবাইকে।ক্যাপ্টেনের পরিকল্পনা অনুযায়ী, এবার ভারত-পাকিস্তানের মুখোমুখ হতে প্রস্তুত ক্রিকেটাররা। বাংলাদেশের পরের দুটি ম্যাচই অ্যাডিলেডের ওভাল স্টেডিয়ামে। পরিসংখ্যান বলছে, এ মাঠের স্কয়ার উইকেট তুলনামূলক ছোট হওয়ায়, বাড়তি সুবিধা পাবেন ব্যাটাররা। তবে গতিময় পেসারদের জন্য রীতিমতো স্বর্গ এ মাঠের ড্রপ ইন উইকেট। সবার প্রত্যাশা জয়ের এই ধারা অব্যহত রাখবেন টাইগাররা।
স্মার্ট ক্রিকেট খেললে এখানেও ফলাফল নিজেদের পক্ষে আনা সম্ভব বলেই মনে করে লাল-সবুজের টিম ম্যানেজমেন্ট।