জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে ফ্রান্সে আলোকচিত্র প্রদর্শনী হয়েছে। সামদানি আর্ট ফাউন্ডেশন ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এ প্রদর্শনীটি প্রযোজনা করেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও সিআরআই-এর ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক প্রদর্শনী পরিদর্শন করেন। তিনি বলেন, উপমহাদেশের একজন নেতা ছিলেন যিনি অত্যন্ত প্রগতিশীল আদর্শের ভিত্তিতে তার দেশকে স্বাধীনতার দিকে নিয়ে গেছেন। তিনি এমন একটি দেশ চেয়েছিলেন যা ধর্মনিরপেক্ষ ও সবার জন্য সমান হবে। সমগ্র বাংলাদেশ তার পেছনে ছিল, সকল প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এশিয়া নাও প্যারিস আর্ট ফেয়ার ও এশিয়ান আর্টের গুইমেট মিউজিয়ামের অংশীদারিত্বে প্রদর্শনীটি ২০২২ সালের ১৯ অক্টোবর থেকে ২০২৩ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।