সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

বিপুল উৎসাহ ও উদ্দীপনায় পর্তুগালে ঈদূল আযহা উদযাপন

  • আপডেট : বুধবার, ২৮ জুন, ২০২৩
  • ১০৯ Time View

মোঃ রাসেল আহম্মেদ, লিসবন, পর্তুগালঃ  ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৮ শে জুন বুধবার পর্তুগালের রাজধানী লিসবনে খোলা আকাশের নিচে ঈদুল আযহার নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের ব্যবস্থাপনায় পর্তুগালের রাজধানীর লিসবনের মার্তিম মুনিজ পার্ক এবং আলামেদা পার্কে দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  ইউরোপের অন্যতম বৃহৎ এই জামাতে বাংলাদেশী মুসলমানদের পাশাপাশি আরো অংশগ্রহণ করেন বিশ্বের নানা প্রান্তের মুসলিমরা।

প্রথম বারের মত বাংলাদেশীদের তত্ত্বাবধানে আলামেদা পার্কে মহিলাদের জন্য ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। ভোরের আলো শুরুর সাথে সাথে ধর্মপ্রাণ মুসল্লিরা বাংলাদেশি অধ্যুষিত এলাকার মারতিম মুনিজ ঈদগাহ ময়দানে দলে দলে জড়ো হতে শুরু করেন এবং নির্ধারিত সময় সকাল ৮টায় এবং আলামেদা পার্কে সাড়ে সাতটায় ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

ঈদ জামাতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিরা বলেন, প্রিয়জন থেকে দূরে থাকলেও ঈদের মূল আকর্ষণ হচ্ছে কোরবানি করা ও খোলা মাঠে ঈদগাহে নামাজ আদায়, কোরবানী করতে কিছুটা প্রতিবন্ধকতা থাকলেও হাজার হাজার মাইল দূরে খোলা আকাশের নিচে ঈদের জামাত আদায় করতে পেরে খুব আনন্দিত। তবে গত ঈদুল ফিতরের ন্যায় আবারো চাঁদ দেখা নিয়ে বিতর্কের কারনে এবারও পর্তুগালের দুই দিনে ঈদ উদযাপন করা হচ্ছে।

আগামীকাল ২৯ শে জুন বাংলাদেশ কমিউনিটির একটি অংশ ও অন্যান্য মুসলিম কমিউনিটি ঈদুল আযহা উদযাপন করবেন। লিসবনের সেন্টাল মসজিদে আগামীকাল বৃহস্পতিবার ৬ টা ৪৫ মিনিটে একটি এবং ৯ টায় অন্য একটি ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে যা পর্তুগালের মোজাম্বিক কমিউনিটি কতৃক পরিচালিত হয়।

পর্তুগালের দ্বিতীয় বৃহৎ শহর পর্তুতে বাংলাদেশ কমিউনিটি কতৃক পরিচালিত হযরত হামজা (র) মসজিদে বৃহস্পতিবার ৮ টা ৩০ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তাছাড়া সান্তারিম, আমাদোরা, ভিলা ডো কোন্ডো, আলগ্রাভে, অডিভেলাস, কালদাস দ্যা রেইনহা, সেতুবাল এবং লোরেস সহ বিভিন্ন শহরে আগামীকাল বৃহস্পতিবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর