মোঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগালঃ
পর্তুগালে অবস্থিত বাংলাদেশী ক্রিকেট প্রেমীদের প্লাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল’। পরিবার পরিজন থেকে দূর প্রবাসে দৈনন্দিন কাজের বাহিরে সুস্থ ধারার দেশীয় বিনোদনের অভাব ও ক্রিকেট পাগল বাঙ্গালীদের বিভিন্ন খেলাধূলার সুযোগ করে দেওয়ার প্রয়াসে এই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে বলে জানান এর সাথে সংশ্লিষ্টরা।
পর্তুগালে দীর্ঘদিন খেলার সাথে সম্পৃক্ত মানুষদের নিয়ে রবিবার এক বৈঠকে সকলে মিলে একটি অ্যাসোসিয়েশন বা সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে। যার পরিপ্রেক্ষিতে সমবেত সকলের মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
জাকির হোসাইনকে আহবায়ক এবং ইমতিয়াজ আহমেদ রানাকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে রয়েছেন আবু সাঈদ ও মোহাম্মদ রাসেল আহমেদ।
এতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন তানভীর আলম জনি, আব্দুল ওয়াহিদ পারবেজ, কাজী সত্তার, লাভলু চৌধুরী।
কমিটির অন্যান্য সদস্য হলেন; এমদাদুর রাহমান রায়হান, নোমান হোসাইন, রিয়াদ হোসাইন, শফি আহমেদ রনি, সাব্বির আহমেদ, জাহিদ হাসান, আল- আমিন, আকাশ, সুমন, রুবেল হাওলাদার, মামুন, জীবন, সাজ্জাদ হোসেন রবিন, শুভ্র দেব, নাজমুল ইসলাম প্রমূখ।
উল্লেখ বিগত বছর গুলোতে পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির তরুণদের উদ্যোগে ক্রিকেট ও ফুটবল সহ নানা ধরনের খেলাধুলা আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায় এই প্রচেষ্টাকে বেগবান করতে তাদের এই উদ্যোগ বলে জানান।