সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া এসোসিয়েশন ইন পর্তুগালের কমিটি গঠন; সভাপতি আহসান, সম্পাদক মাইনুর

  • আপডেট : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১৭৬ Time View

পর্তুগাল প্রতিনিধি :

পর্তুগালে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীদের আঞ্চলিক সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া এসোসিয়েশন ইন পর্তুগালের কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার লিসবনস্থ সংগঠনটির শীর্ষ নেতা ও নীতি নির্ধারকদের সম্মিলিত সভায় এই কমিটি চূড়ান্ত করা হয়।

সংগঠনের সভায় প্রধান উপদেষ্টা জনাব কাজী এমদাদ মিয়া সহ মোট ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর নাম ঘোষণা করা হয়েছে। সর্বসম্মতি ক্রমে জেলার সদর উপজেলার আহসান উল্লাহ সরকারকে সভাপতি ও কাজী মাইনুর ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে।

১ং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে কসবা উপজেলার জনাব আনোয়ার হোসাইন ভূইয়া।
উক্ত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো: রফিকুল ইসলাম সহ ৫জন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো:স্বপন সামি, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: ইকরাম রাজা, প্রচার সম্পাদক তামিম আহমেদ রাফি ভূঁইয়া, দপ্তর সম্পাদক আহমেদ যোবায়েল সহ ৪ জন সাংগঠনিক সম্পাদক, ১৮জন বিষয় ভিত্তিক সম্পাদক, ১১ সদস্যদের কার্যকরী সদস্য ও আরো ১১জন সদস্যের নাম উল্লেখ করা হয়েছে।

শুভেচ্ছা অভিব্যক্তিতে এই প্রতিবেদকের মাধ্যমে সভাপতি আহসান উল্লাহ সরকার তাৎক্ষণিক ব্রাহ্মণবাড়িয়ার সকল প্রবাসীকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন পূর্বক সকল দল মত পার্থক্যকে বিলিন করে বাংলাদেশ কমিউনিটির সাথে ব্রাহ্মণবাড়ীয়ার সেতু বন্ধন বিনির্মানে শুধু নিজেদের আঞ্চলিকতা উন্নয়নে কাজ নয়, সকল জেলাবাসী তথা বাংলাদেশ কমিউনিটিতে ঐক্যবদ্ধভাবে সামাজিক সাংস্কৃতিক ভ্রাতৃত্ব গড়ে তোলার দৃঢ়তা ব্যক্ত করেছেন।

সংবাদ মাধ্যমকে সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার হোসেন জানিয়েছেন পর্তুগালের সরকারি আইনকানুন অনুসরণ করে উক্ত সংগঠনের সকল ধাপ সম্পন্ন করা হয়েছে যা গতানুগতিক অন্যান্য সংগঠনের মধ্যে দেখা যায়না, ফলে ব্রাহ্মণবাড়িয়া এসোসিয়েশন ইন পর্তুগাল সাংগঠনিকভাবে সকল সাংগঠনিক রীতিনীতি মেনে সবাইকে নিয়ে সফলভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর