এম আই বি নিউজ ডেস্কঃ গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির ঘোষনায় ফ্রান্স প্রবাসী যুবদল নেতা মিল্টন সরকারকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে, এতে ফ্রান্সসহ পুরো ইউরোপজুড়ে অভিনন্দনসহ শুভেচ্ছা বার্তায় ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মিল্টন সরকারের অনুসারী ও শুভাংঙ্খিরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
মিল্টন সরকারের বাংলাদেশের গাজীপুরের কৃতি সন্তান। তিনি দীর্ঘদিন ফ্রান্সে বসবাস করে আসছেন। রাজনীতির পাশাপাশি একজন সামাজিক ও কমিউনিটি ব্যাক্তিত্ব। তিনি এম আই বি কে জানান, বর্তমান যুগোপৎ আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তার ফল হিসাবে কেন্দ্রিয় কমিটির এমন সিদ্ধান্তে তিনি অনেক খুশি।
সততা ও নিষ্ঠার সাথে তিনি তার দায়িত্ব পালন করবেন বলে প্রতিবেদককে নিশ্চিত করেন। এসময় তিনি প্রবাসে থাকা সকল জাতীয়তাবাদী আদর্শের নেতৃবৃন্দের সহযোগীতাও কামনা করেন।