সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন

ওমানে বাংলাদেশী যুবকের আত্মহত্যা

  • আপডেট : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৪১ Time View

ওমানের মাস্কাটে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার শাকিল (২৪) নামে এক  বাংলাদেশী যুবক আত্মহত্যা করেছেন।শনিবার (২০ জানুয়ারি) সকালে ওমানের মাস্কাট শহরে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত সফি উল্যাহ শাকিল উপজেলার বসুরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডের করালিয়া এলাকার কাশেম মিয়ার নতুন বাড়ির শহীদ উল্যার ছেলে।

নিহতের ছোট ভাই মোঃ আবদুল্লাহ জানান, জীবিকার তাগিদে তার বড় ভাই শাকিল ১১ মাস আগে ওমানের মাস্কাট শহরে পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন। শনিবার সকালে মাস্কাটে তার থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। পরে তার লাশ উদ্ধার করে ওইদিন সকালে কোম্পানির ফোরম্যান বিষয়টি দেশে মুঠোফোনে আমাদেরকে জানান।

তিনি আরও জানান, পরিবারের সকলের সাথে ওইদিন রাতেও কথা বলেছিলেন। আমরা যতটুকু জেনেছি তিনি দেশে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তার সাথে রাগ-অভিমান করে সে এ আত্মহত্যা করেছে বলে ধারনা করছি। এসময় তিনি শাকিলের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর