শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে: প্রধানমন্ত্রী

  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ১৯৭ Time View

বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে বলে হুঁশিয়ারি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার জেলহত্যা দিবস উপলক্ষে বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় খালেদা জিয়াকে ইঙ্গিত করে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি যদি আর একটি মানুষের গায়ে হাত দেয়, ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করেন শেখ হাসিনা। লাঠি নিয়ে নৈরাজ্যের বদলে বিএনপিকে শান্তিপূর্ণ আন্দোলন করার পরমর্শ দেন তিনি।

বিএনপির শীর্ষ দুই নেতা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত উল্লেখ করে, প্রধানমন্ত্রী প্রশ্ন করেন তাদের মাথা কোথায়?

এর আগে ৭৫ এর প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মোশতাক ও জিয়ার পরিকল্পনাতেই তিন নভেম্বরের হত্যাকাণ্ড হয়। মুক্তিযুদ্ধের চেতনা ও বিজয়কে নস্যাৎ করতেই ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতা ও তিন নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করে ঘাতকচক্র।

আওয়ামী লীগ সভাপতি বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল করা জিয়ার দলও অবৈধ। অবৈধভাবে ক্ষমতা দখলকারী কীভাবে গণতন্ত্রের প্রবর্তক হয় সে প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি জানান, জেলহত্যার মধ্য দিয়ে ইতিহাস বিকৃত করা হয়। স্বাধীনতা বিরোধীদের রাজনীতিতে প্রতিষ্ঠিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর