সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

ফ্রান্সে প্রথমবারের মতো ফ্রান্স বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ সফলভাবে সম্পন্ন

  • আপডেট : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ১৫৪ Time View

ফ্রান্সে প্রথমবারের মতো আয়োজিত ফ্রান্স বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগ সফলভাবে সম্পন্ন হয়েছে।ফ্রান্স ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা ও উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ফ্রান্সের ঐতিহাসিক ধ্রু শহরের ক্রিকেট স্টেডিয়ামে। 

রোববারের (১ অক্টোবর) চরম উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচ গড়ায় শেষ বল পর্যন্ত। ফাইনালে মুখোমুখি হয় মিত্রি ক্রিকেট ক্লাব ও প্যারিস ইউনিভার্সিটি ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে মিত্রি ক্রিকেট ক্লাব ১০ ওভারে সংগ্রহ করে ১০৮  রান।
 
জবাবে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত প্যারিস ইউনিভার্সিটি ক্লাবের শেষ বলে প্রয়োজন পড়ে ২ রানের। জয়ের জন্য প্রয়োজনীয় সেই দুই রান সংগ্রহের সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েন ক্লাবের সদস্য ও সমর্থকরা।
 
ফাইনাল ম্যাচের দিন উপস্থিত ছিলেন স্থানীয় মেয়র পিয়ার ফ্রেদরিক বিলেত। এই শহরের মানুষ অনেক আগে থেকেই ক্রিকেটের সাথে পরিচিত। ক্রিকেট আমাদের এই শহরের একটি ঐতিহ্যবাহী খেলা। এই শহরের একটি ভালো ক্রিকেট দল রয়েছে যাদের অনেক সফলতা আছে। আমি তাদের নিয়ে গর্ব করি। 
 
মেয়র জানান, এবারের টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের মোট ২৪টি দল অংশগ্রহণ করেছে। তিনি বলেন, খেলাধুলার মধ্যদিয়ে একটি জাতির সাথে আরেকটি জাতির বন্ধন তৈরি হয়। এই ক্রিকেট আমাদের বিভিন্ন জাতি গোষ্ঠীর সম্পর্ককে আরও উন্নত করবে বলে আমার বিশ্বাস। আমি এই ক্রিকেট লীগের সফলতা কামনা করছি।
 
ক্রিকেট টুর্নামেন্টে প্রথমবারের মতো স্পন্সর করেছে বাংলাদেশি মালিকানাধীন দুই প্রতিষ্ঠান- শাহ্ ও মির্জা গ্রুপ। শাহ্ গ্রপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন ও মির্জা গ্রুপের চেয়ারম্যান মির্জা মাজহারুল আগামীতে ফ্রান্সে বাংলাদেশি ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া ও ক্রিকেটের কল্যাণে সব ধরনের সহযোগিতা দেয়ার প্রতিশ্রুতি দেন। 
 
এই লিগ আয়োজনে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফ্রান্স ক্রিকেট বোর্ড পরিচালনা পরিষদের সদস্য আহমেদ জুবাইদ। তিনি বলেন, এ ধরনের টুর্নামেন্টের মধ্যদিয়ে বাংলাদেশের সুনাম অর্জিত হয়েছে। আগামীতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।
 
ফ্রান্স ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট প্রভু বালানসহ ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় প্রবাসী ক্রীড়াপ্রেমী বাংলাদেশিরা ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন। ফাইনাল ম্যাচ দেখতে আরও উপস্থিত ছিলেন, এ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রান্ট সল্যুশন সংস্থা’র পরিচালক ওবায়েদ উল্লাহ কয়েস, বাংলা অটো ইকুলের সিইও হোসেন সালাম রহমান ও বিডি ফার্নিচার এর চেয়ারম্যান মিয়া মাসুদ। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর