রবিবার, ১৬ জুন ২০২৪, ০৩:০৫ অপরাহ্ন

লুটনে গ্রেটার সিলেটের সভা অনুষ্টিত

  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২১ Time View

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্যের লুটন শহরের ঐতিহ্যাবাহী সংগঠন গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এসোসিয়েশন লুটন, বেডস ইউকের উদ্যোগে সংগঠনের উপদেষ্টামন্ডলী, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ ও কমিউনিটি বিভিন্ন স্থরের নেত্রিবৃন্দের সাথে ১৪ই মে মঙ্গলবার বাংলাপাড়া খ্যাত ব্যারি পার্ক রোডস্থ বি এফ সি রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।

সংগঠনের সভাপতি খুররম শফিক চৌঃর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনসুর আহমদ রুবেলের সঞ্চালনায় অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি এম এন আহমেদ নানু।

সভায় গ্রেটার সিলেটের বিগত কার্যক্রমের বিস্তারিত বিবরন অবগত করে বক্তব্য রাখেন সংগঠনের কোষাধক্ষ্য মিয়া মোহাম্মদ জামিল ও সাংগঠনিক সম্পাদক জায়েদ মানিক চৌঃ।সংগঠনের পক্ষ থেকে জানানো হয় যে, অতীতের মত গ্রেটার সিলেট মানব কল্যানে নিবেদিত কর্মসুচী পরিচালনা চালু রাখবে এবং তারই অংশ হিসেবে আসছে কুরবানীর ঈদ ইপলক্ষে সিলেটের বিভিন্ন অঞ্চলে কুরবানী সহায়তা প্রদান করা হবে।

কমিউনিটি নেত্রিবৃন্দ সংগঠনকে ধন্যবাদ দিয়ে স্বতস্ফুর্তভাবে কুরবানী আপিলে শরিক হোন এবং ভবিষ্যতে এই জাতীয় সকল কাজে নিজেদের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা সৈয়দ জাকির, নুরুল গনি, হাজী আব্দুল্লাহ মিয়া, আব্দুল হান্নান চৌঃ, কমিউনিটি নেতা আব্দুর রশিদ বাবুল, আব্দুল হাই, সহসভাপতি সৈয়দ দেলোয়ার, এমদাদুল হক পাবেল ও তাজ ইসলাম নিটু প্রমুখ বক্তব্য প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category