শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

সহকর্মী অভিনেতার চিকিৎসার দায়িত্ব নিলেন মুশফিক ফারহান

  • আপডেট : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ১৬২ Time View

চরিত্রাভিনেতা হিসেবে টুকটাক অভিনয় করেন আলাউদ্দিন লাল। কিন্তু কিছুদিন ধরে সবকিছু থেকে দূরে তিনি। বয়সের কারণে নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই অভিনেতা। 

বর্তমানে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইডিসিএইচ) চিকিৎসাধীন রয়েছেন আলাউদ্দিন লাল। ক’দিন আগে প্রবীণ এই অভিনেতার শ্বাসকষ্ট বেড়ে গেলে জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তারপর থেকে সেখানে চিকিৎসা নিচ্ছেন।

কিন্তু আর্থিক সংকটের কারণে নিজের চিকিৎসার ব্যয়ভার বহন করতে পারছেন না। দীর্ঘদিনের সহকর্মী ও ব্যক্তিগত সুসম্পর্ক থাকায় আলাউদ্দিন লালের চিকিৎসায় পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান।

৫২ বছরের এই অসুস্থ অভিনেতার সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন তিনি। বিষয়টি জানিয়ে আলাউদ্দিন লাল বলেন, শুটিংয়ে ব্যস্ত থাকা স্বত্বেও ফারহান ভাই নিজে হাসপাতালে আমাকে দেখতে এসেছিলেন রবিবার (৩০ অক্টোবর)। তিনি আমাকে অনেক ভালোবাসা এবং সাহস দিয়েছেন। সঙ্গে নগদ টাকাও দিয়ে গেছেন। বলেছেন আমি যেন কোনো চিন্তা না করি। এখন থেকে যা লাগবে চিকিৎসার জন্য তিনি পুরোটাই দেবেন।

ফারহানের ভালোবাসায় আবেগে আপ্লুত আলাউদ্দিন লাল বলেন, আমি সামান্য এক চরিত্রাভিনেতা। আমার এই বিপদের দিনে ফারহান আমার পাশে এসে দাঁড়িয়েছেন, খোঁজখবর রাখেছেন, আমি সত্যি কৃতজ্ঞ। আর ফারহান ভাইয়ের কথা বলে শেষ করতে পারব না। তার মধ্যে আমি অনেক বড় আশ্রয় খুঁজে পেয়েছি। জীবনে নতুন আশা পেয়েছি। আমি দোয়া করি আল্লাহ ফারহান ভাইকে আরও বড় করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর