বয়সভিত্তিক নারী সাফে এখন পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া সব ক’টি সাফের ফাইনাল খেলেছে মেয়েরা। এই তথ্য মেয়েদের অনুপ্রেরণা জোগাতে পারে। তবে সাফ জয়ের মিশনে কমলাপুরে লড়েই জিততে হবে। যার শুরুটা হবে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে।
অনুশীলনে ভিষণ সিরিয়াস ১৫ না পেরোনো মেয়েরা। অতীত পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষেই কথা বলছে। ঘরের মাঠে অদম্য গোলাম রব্বানী ছোটন শিষ্যরা। জয়নব বিবি ছাড়া ২৩ জনের স্কোয়াডে নেই কারও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। ২২ জনের হচ্ছে অভিষেক। নতুন একটা দলকে দিয়েই হয়তো চমক দেখাবে বাফুফে।
খেলোয়াড়রা বলেন, আমরা খুবই আনন্দিত যে অনেকদিন অপেক্ষার পর খেলতে নামছি। এর আগে তো কখনো এত প্রতিযোগিতামূলক খেলায় অংশ নিইনি। তাই একটু ভয়ই লাগছে। নিজেই গোল করব, সেই ভাবনা দলের পক্ষে ক্ষতিকর। এখানে সবাই মিলে একটা দল হিসেবে খেলতে হবে।বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, মারিয়া-মনিকাদের মতোই মেধাবীরা আসছে। যদিও তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নেই। ভুটানের বিপক্ষে খেলে মেয়েরা তাদের মেধা প্রকাশ করবে।সোমবার (৩১ অক্টোবর) অনুশীলন শেষে ম্যাচ প্রি অফিসিয়াল প্রেস কনফারেন্সে এসেছিলেন দুই দলের অধিনায়ক ও কোচ। এখানে আসার আগে ৪ মাসের একটা অনুশীলন করেছে ভুটানও। টার্ফে খেলে অভ্যস্ত দলটা তাই ছেড়ে কথা বলবে না।
সাফ অনূর্ধ্ব -১৫ নারী আসর বাংলাদেশে। তবে কোনো প্রচারণার দেখা মিলল না স্টেডিয়াম কিংবা বাফুফে প্রঙ্গণে।