‘জওয়ান’ সিনেমাটি নকল কিনা, বড় পর্দায় মুক্তি পেলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন সিনেমাটির কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি চাই দর্শক আরও একটু উৎসাহ ধরে থাকুক। ‘জওয়ান’ বড় পর্দায় আসলেই সব পরিষ্কার হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ট্রেলার মুক্তির পর কি কম প্রশ্নের মুখে পড়তে হয়েছে? তবে রহস্যটি এখনই উদঘাটন করছি না। আমি শুধু এতটুকু বলতে পারি, এটি শাহরুখের জীবনের বিশেষ ছবি। আমার মনে হয় ‘জওয়ান’ শাহরুখ ভক্তদের চমকে দেবে।
মূলত ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন বলিউড কিং শাহরুখ খান। এছাড়া তাকে প্রমিলা বাহিনীর প্রধান হিসেবেও নাকি দেখা যাবে। এ খবর ছড়িয়ে পড়তেই সিনেমাটির বিরুদ্ধে নকলের অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, বিখ্যাত স্প্যানিশ ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এর হিন্দি সংস্করণের নকল ‘জওয়ান’।
ওয়েব সিরিজ ‘মানি হাইস্ট’-এ প্রফেসর সাতজনকে নিয়ে টিম বানিয়েছিলেন। তারা সংঘবদ্ধ হয়ে স্পেনের রিজার্ভ ব্যাংক লুট করে। সেই টিমে ছিল টোকিয়া, নাইরোবি, রাকেলের মতো নারীরা। এদিকে জওয়ান সিনেমার প্রিভিউতে শাহরুখের চারপাশে সশস্ত্র প্রমিলা বাহিনীকে দেখা গেছে। আর এতেই গুঞ্জন উঠে এ সিনেমাটি ‘মানি হাইস্ট’-এর নকল।
এদিকে ‘জওয়ান’ মুক্তির আর খুব বেশি দিন বাকি নেই। তবে সিনেমার প্রচারে এখনও মাঠে দেখা যাচ্ছে না কিং খানকে।
সিনেমা বিশ্লেষকরা বলছেন, ‘জওয়ান’ মুক্তির আগেও ‘পাঠান’ মন্ত্রেই ভরসা রাখতে চাইছেন শাহরুখ খান। জানুয়ারিতে ‘পাঠান’ মুক্তির আগে কোনো প্রচারে দেখা যায়নি কিং খানকে। নেট দুনিয়ায় প্রচার চালিয়েছেন শুধুমাত্র ‘আস্ক এসআরকে’ পেজের মাধ্যমেই। তাতেই হিট ‘পাঠান’।
আগামী ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘জওয়ান’ সিনেমাটি। আর বাংলাদেশে এর একদিন পর ৮ সেপ্টেম্বর মুক্তি পাবে।