শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন

‘বিএনপির এমপিরা পদত্যাগ করলে কি সংসদ অচল হবে?’

  • আপডেট : রবিবার, ৩০ অক্টোবর, ২০২২
  • ১৬৮ Time View

বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগের জন্য প্রস্তুত আছেন- দলটির মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেছেন, তাঁদের সাতজন সংসদ সদস্য পদত্যাগ করলে কি সংসদ অচল হয়ে যাবে?’ তিনি আরও জানান, এই বিষয়টিকে তারা কেমন কোন গুরুত্ব দিয়ে দেখছেন না।

রোববার, রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আগামী ২৪ ডিসেম্বর দলটির ২২তম জাতীয় সম্মেলনের প্রস্তুতির বিষয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

দলীয় সিদ্ধান্ত জানালে সংসদ সদস্যরা পদত্যাগ করবে, বিএনপির এমন ঘোষণা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, হুমকির কী আছে? তাতে কি সংসদ অচল হয়ে যাবে? তাঁরা কয়জন? সাতজন। পদত্যাগের ব্যাপারটা তাঁদের দলের সিদ্ধান্তের বিষয়। এটা আমাদের বিষয় নয়।

 

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপিকে আন্দোলন করতে দেওয়ার জন্য বলেছেন বলে উল্লেখ করে কাদের বলেন, কোনো প্রকার বাধাবিঘ্ন আমরা সৃষ্টি করি নাই। পরিবহন ধর্মঘট… পরিবহনের লোকেরা তাদের ভয় পায়। আমরা কী করব? সেখানে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে। জাতীয় পার্টিও আছে, সবাই আছে।

ওবায়দুল কাদের বলেন, শ্রমিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বিএনপির শিমুল বিশ্বাস। তাই বিএনপিকে পরিবহন ধর্মঘট নিয়ে তাঁকে জিজ্ঞাসা করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, ‘বিএনপি হই হই, রই রই করলেই শ্রমিকেরা ভয় পায়। আবার আগুন–সন্ত্রাস এসে পড়ে!

করোনার কারণে দীর্ঘদিন আওয়ামী লীগ সভাপতি বাইরে কোনো কর্মসূচি করতে পারেননি বলে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি (শেখ হাসিনা) বেশ কিছুদিন ধরে বলছিলেন বাইরে জনসভা করবেন। প্রথমে দুই–তিনটি জেলা নির্দিষ্ট করে বলেছেন যে এগুলোতে সমাবেশ করবেন। পর্যায়ক্রমে অন্যান্য জেলায়ও করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর