শ্রাবন রহমান, হামবুর্গ, জার্মানিঃ গত রবিবার জার্মানির সবচেয়ে সুখি শহর হামবুর্গে “বাংলাদেশ সমিতি হামবুর্গ”-এর আয়োজনে অনুষ্ঠিত হলো ঈদ আনন্দমেলা এবং গ্রিল পার্টি ।
উক্ত অনুষ্ঠানে হামবুর্গের সর্ব স্তরের মানুষের এক মিলন মেলায় পরিনিত হয়।জার্মানিতে সর্বপ্রথম সরকারিভাবে নিবন্ধিত বাংলাদেশি সামাজিক সংগঠন: বাংলাদেশ সমিতি e.V., হামবুর্গ।
স্বাধীনতা উত্তর প্রবাসীদের নিয়ে এটি প্রথম কোন নিবন্ধিত সংগঠন বলে ধারণা করা হয়। একটি লিখিত সংবিধানের আলোকে হামবুর্গ ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম শুরু হলে ক্রমশ: পুরো জার্মানি ও বাংলাদেশে এর নানামুখী মানবিক ও সামাজিক কার্যক্রম বিস্তৃত হয়। বাংলাদেশ সমিতির অন্যতম প্রধান কাজ ছিলো প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন প্রয়োজনে সহযোগিতা করা।
জন্মলগ্ন থেকেই সংগঠনটির কার্যক্রম সম্পুর্ণ অরাজনৈতিক।
উক্ত আনন্দমেলায় সকলের জন্য ছোট পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলার আয়োজন করা হয়। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল প্রবীণদের সাথে তরুণদের প্রীতি ফুটবল ম্যাচ।
হামবুর্গে বসবাসরত সকল বাঙালি এই দিনটিকে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে পালন করে।