টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভপর্বে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছে বাংলাদেশ। তাই বেশ ফুরফুরে মেজাজেই আছে সাকিব আল হাসানের দল।
যদিও সামনে এবার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দল। তারপরও সিডনিতে এই প্রতিপক্ষকে মোকাবেলার আগে চাপ মাথায় নিতে চান না টাইগার দলপতি সাকিব।
সাকিব বরং চাপ ঠেলে দিলেন দক্ষিণ আফ্রিকার কোর্টে। বুধবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাকিব বলেন, ‘এটা আমাদের দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ম্যাচে দুই পয়েন্ট আশা করেছিল, তাদের জন্য এই ম্যাচটা বাঁচামরার। তারাই চাপে থাকবে।’
সাকিব মনে করছেন, সিডনি ক্রিকেট গ্রাউন্ড স্পিনারদের পক্ষে কিছুটা কথা বলায় তাদের জন্য সুবিধাই হবে। সাকিবের কথা, ‘আমরা একটি জয় পেয়ে গেছি। এর মধ্যে আমাদের খেলতে হবে এমন এক মাঠে, যেখানে স্পিনাররা কিছুটা সাহায্য পায়। তাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। কিন্তু আমরাও সেরাটা দিয়ে চেষ্টা করব।’
দক্ষিণ আফ্রিকাকে কখনও টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। তবে সাকিব আত্মবিশ্বাসী, এবার প্রতিপক্ষকে কঠিন পরীক্ষায় ফেলতে পারবে তার দল।