বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন

নাসিরের বাদ পড়াকে দুর্ভাগ্যজনক বললেন নান্নু

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২৮৫ Time View

বাংলাদেশ জাতীয় দলে এক সময় দাপট দেখিয়েছেন নাসির হোসেন। ফিনিশার হিসেবে বেশ খ্যাতিও কুড়িয়েছেন। তবে বিভিন্ন কারণে দলের বাইরে দীর্ঘদিন ধরে। বিপিএলের নবম আসরে পারফরম্যান্সের কারণে আবারও এসেছেন আলোচনায়। কিন্তু জাতীয় দলে তাকে ডাকা হয়নি। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু দল নির্বাচন নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেন। এ সময় তিনি নাসির হোসেনের বাদ পড়া প্রসঙ্গেও কথা বলেন।

নান্নু বলেন, ‘কিছু খেলোয়াড়কে বিবেচনা করা হয়নি প্লেসমেন্টের কারণে। মিডল অর্ডারের ব্যাটসম্যান বা নিচে যারা আছে এ বিষয়ে অনেক চিন্তা ভাবনা করে টেকনিক্যাল টিম এই দলটিকে তৈরি করেছে। সেখানে দুর্ভাগ্যজনকভাবে নাসির সুযোগ পায়নি। সে বিপিএলে ভালো করেছে, সামনে অনেক খেলা আছে। এইভাবে পারফর্ম করলে অবশ্যই সুযোগ হবে। কেউ চোখের আড়াল হবে না।’

দল নির্বাচনের ভবিষ্যত ভাবনা নিয়ে মিনহাজুল আবেদীন বলেন, ‘বিপিএলের ফর্মে আমরা দেখেছি অনেক খেলোয়াড় যথেষ্ট ভালো করেছে। এটা মাথায় রেখেই আমরা আগাচ্ছি।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমরা আরও একটা জিনিস হাতে নিয়েছি। আগামী এক বছরে ২২ বা ২৪ জন খেলোয়াড়কে নিয়ে একটি পরিকল্পনার মধ্যে যাচ্ছি। সে অনুযায়ী আমরা এগিয়ে যেতে চাই। আর সাম্প্রতিক ফর্ম বিবেচনায় যারা এগিয়ে, তাদের নিয়ে এই সিরিজটি শুরু করতে যাচ্ছি।’
এবারের বিপিএলে ঢাকা ডমিনেটর্সের অধিনায়কের দায়িত্ব পালন করেন নাসির হোসেন। তিনি ব্যাট হাতে ১২ ম্যাচে ৩৬৬ রান করেন। আর ১২ ম্যাচে বল করে ১৬ উইকেট শিকার করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর