বর্তমানে রণবীর কলকাতায়, তার নতুন সিনেমা ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এর প্রচারের জন্য। আর সেখানেই রোববার (২৬ ফেব্রুয়ারি) এক ইভেন্টে দুজন বিখ্যাত ব্যক্তির বায়োপিকে কাজ করা প্রসঙ্গে নিজের দিকটি খোলাসা করেন।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয় এ অনুষ্ঠানের। সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয় সৌরভ দাদা শুধু ভারতেরই জীবন্ত কিংবদন্তি নন, তিনি পুরো পৃথিবীর কাছেই তাই। ওনার বায়োপিক ভীষণ স্পেশাল হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমার কাছে এই ছবির অফার আসেনি। আমার মনে হয়, এই ছবির স্ক্রিপ্ট নিয়ে এখনও কাজ চলছে।’
অন্যদিকে কিশোর কুমারের বায়োপিক বিষয়ে তিনি বলেন, ‘আমি ১১ বছর ধরে কিশোর কুমারের বায়োপিক নির্মাণ নিয়ে কাজ করছি। অনুরাগ বসুর সঙ্গে লেখার কাজে যুক্ত আছি। আশা করছেন এটাই তার পরবর্তী বায়োপিক হবে, যেখানে তিনি অভিনয় করবেন। কিন্তু সৌরভ দাদার ওপর যে বায়োপিক হচ্ছে, সে বিষয়ে তার থাকার বিষয়টি সত্য নয়।’