বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন

পটার ও তার সন্তানদের হত্যার হুমকি

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৫ Time View

সময়টা মোটেও ভালো যাচ্ছে না চেলসি বস গ্রাহাম পটারের। মাঠে তার দল পারফর্ম না করায় সমালোচনার মুখে পড়েছেন এই ইংলিশ কোচ। সমর্থকরা এখনই তাকে বিদায় করে দিতে বলছে। তবে চেলসির মালিক টড বোয়েলি এখনও আস্থা রেখেছেন তার ওপর। তবে এবার বিষয়টা অন্য পর্যায়ে চলে গেছে। অজ্ঞাতনামাদের কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন পটার।

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কাঁড়ি কাঁড়ি অর্থ ব্যয় করেছে চেলসি। দলে ভিড়িয়েছে এনজো, ফেলিক্স, মাদুকে, মুদ্রিখের মতো তরুণ খেলোয়াড়দের। তবে ফল পাচ্ছে না তারা। মাঠে গোলেই করতে পারছে না চেলসির খেলোয়াড়রা। যার ফলে সমালোচনার মুখে পড়েছে চেলসি বস গ্রাহাম পটার। দলের এমন বাজে পারফরম্যান্সের জন্য অনেক সমর্থক দায়ী করছেন কোচ গ্রাহাম পটার ও তার কৌশলকে।

তবে এমন সমালোচনার মাঝে আরেক বাজে সংবাদ পেলেন পটার। অজ্ঞাতনামাদের কাছ থেকে পটার নাকি হত্যার হুমকি পেয়েছেন। শুধু পটারকে নয়, তার পরিবারকেও হত্যার হুমকি দিয়েছে তারা।

এমন সংবাদ পাওয়ার কথা পটার নিজেই জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি মেইলে এমন বার্তা পেয়েছি, যা ভালো কিছু নয়। সেটা হচ্ছে, আমার মৃত্যু চাওয়া, আমার সন্তানদের মৃত্যু চাওয়া। এমন কিছু পাওয়া নিশ্চয় আনন্দের ব্যাপার নয়।’

এমন সংবাদ পেলে যে কেউই আতঙ্কিত হয়ে পড়বে। পটারের বেলায়ও তাই হয়েছে। হুমকির কথায় আতঙ্কিত হয়ে পটার বলেছেন, ‘আপনারা আমার পরিবারকে জিজ্ঞাসা করে দেখতে পারেন যে আমার এবং তাদের জন্য জীবন কেমন? একেবারেই ভালো কিছু নয়। যদি আপনি কাজে যান এবং কেউ আপনাকে নিয়ে গালিগালাজ করে, সেটা নিশ্চয় আনন্দের কিছু হওয়ার কথা নয়।’

সবশেষ ১৪ ম্যাচে মাত্র দুটি জয়ের দেখা পেয়েছে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ডর্টমুন্ডের কাছে ১-০ তে হেরে গেছে তারা। পরের রাউন্ডে উঠতে হলে দুই গোলের ব্যবধানে জিততে হবে তাদের। এদিকে লিগে রোববার (২৬ ফেব্রুয়ারি) টটেনহ্যামের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে চেলসি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর