অভিনয়ের খাতায় নাম লেখালেন ‘বাংলার মিস্টার বিন’খ্যাত তারকা রাশেদ শিকদার। দীর্ঘদিন তাকে বিভিন্ন স্টেজ শো বা টিভি অনুষ্ঠানে দেখা গেলেও এবারই প্রথম নাটকে অভিনয় করলেন তিনি।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শাহরুখ হোসেন। দামি পণ্যের ব্যবহারে স্বকীয়তা, খ্যাতির দুর্বলতা, মানুষের ব্র্যান্ডিং মনোভাব এমন বিষয়গুলো নিয়েই নির্মাণ করা হয়েছে নাটক ‘ডুপ্লিকেট’।
বাংলার মিস্টার বিন বলেন, ‘নাটক দেখার পর দু-চারজন বলেছেন, সত্যি সত্যিই আমরা ব্র্যান্ডকে প্রাধান্য দিচ্ছি। আমাদের আর্টকে প্রাধান্য দেয়া দরকার।’
কোন ভাবনা থেকে নাটকে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেন এমন প্রশ্নের জবাবে রাশেদ শিকদার বলেন, ‘পরিচালক শাহরুখ হোসেন আমাকে ডেকে গল্পটি বলার পর আমার খুবই ভালো লেগেছিল, তখনই আমি সম্মতি দিই। এর আগেও টিভি নাটক করেছি, তবে কেন্দ্রীয় চরিত্রে এবারই প্রথম অভিনয় করলাম। সেখানে খুব স্বচ্ছন্দে কাজ করেছিলাম। কোথাও অসুবিধা হলে শাহরুখ ভাই সুন্দর করে বুঝিয়ে বলছিলেন। টিমের সবাই খুব আন্তরিক এবং যথাযথ দায়িত্বের সঙ্গেই কাজটি সম্পন্ন করেছেন।’
ভবিষ্যতে নাটকে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘যথাযথ গল্প এবং দায়িত্বশীল নির্মাতার অধীন নাটকে নিয়মিত হওয়ার ইচ্ছে রয়েছে।’
এদিকে নির্মাতা শাহরুখ হোসেন জানান, নাটকের গল্পটি মূলত হাস্যরসাত্মক। তবে গল্পে সুন্দর একটি বার্তা আছে। এটি প্রযোজনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যাক্টর থ্রি সল্যুশন।
বাংলার মিস্টার বিনের পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন আশিক খান চৌধুরী, রিয়া বর্মণ, শাহিন আলমসহ অনেকে।