ঘটনার সূত্রপাত বিমান সংস্থা এমিরেটস থেকে। সেখানে মিমি তাদের দেয়া খাবারের মধ্যে চুল খুঁজে পেয়েছিলেন। বিষয়টি ই-মেইলের মাধ্যমে সংশ্লিষ্টদের জানানোর পর তারা নায়িকাকে কোনো উত্তর দেয়নি। আবার এ ভুলের জন্য ক্ষমাও চায়নি।
তাই মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিয়ে একটি টুইট করেন অভিনেত্রী মিমি। এর পর অনেক নেটিজেনেরই ট্রলের শিকার হন তিনি।
এক নেটিজেন লিখেছেন, খাবারে চুল পাওয়াতেই এতকিছু, অনেক সময় শিশুখাদ্যে সাপ, তেলাপোকার অংশও পাওয়া যায়। সরকারের পক্ষ থেকে আগে সে বিষয়ে কথা বলুন।
নেটিজেনদের ট্রলের পর এবার তাদের সঙ্গে সুর মিলিয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব পাপিয়া অধিকারীও। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, পাপিয়া এক সাক্ষাৎকারে বলেছেন, খাবারে চুল পাওয়ার পর সে খাবার বদলে দিতে বললেই তারা বদলে দিত। বিষয়টি নিয়ে তখন টুইট করার প্রয়োজন ছিল না।
পাপিয়া আরও বলেন, সংসদ অধিবেশন ছেড়ে প্যারিস গিয়ে জন্মদিন পালন মোটেও উচিত হয়নি মিমের। মানুষের জন্য কাজ করতে এসে সংসদ অধিবেশনে অনুপস্থিত থাকাটা মোটেও ভালো কথা নয়।