ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম হামলার শিকার হয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ের চেম্বুরে কনসার্ট শেষ করে মঞ্চ থেকে নামার সময় দুই ব্যক্তি জোর করে সেলফি তোলার চেষ্টা করলে গায়কের নিরাপত্তারক্ষী তাদের বাধা দেয়। এ সময় ক্ষিপ্ত হয়ে সোনু নিগমের ওপর হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরে সোনু নিগম চেম্বুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে গায়ক জানিয়েছেন, হামলাকারী ব্যক্তি বিধায়ক প্রকাশ ফাতার্পেকারজির ছেলে স্বপ্নীল। অভিযুক্ত নিজেই অনুষ্ঠানের অন্যতম আয়োজক। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সোনু নিগম কনসার্ট শেষ করে মঞ্চ থেকে নামার সময় দুই ব্যক্তি জোর করে সেলফি তোলার চেষ্টা করেন।
সোনু নিগম বিষয়টি এড়িয়ে যাওয়ায় তাকে মঞ্চের সিঁড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দেয়ার চেষ্টা করা হয়। এ সময় সোনুকে বাঁচাতে মাঝখানে চলে আসেন গায়কের দেহরক্ষী। তাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেন অভিযুক্ত। এরপর সোনু নিগমের চুল টেনে ধরেন অভিযুক্ত। বাঁচাতে এগিয়ে আসেন গায়কের বন্ধু রব্বানি খান। রব্বানি খান সোনু নিগমের গুরু গুলাম মোস্তাফা খানের ছেলে।
রব্বানিকেও এ সময় ধাক্কা মারেন অভিযুক্ত। প্রত্যক্ষদর্শীদের দাবি, সিঁড়ি থেকে প্রায় ছয় ফুট নিচে পড়ে যান সোনু নিগমের বন্ধু রব্বানি। এ ঘটনায় গায়কের কোনো চোট না লাগলেও তাকে বাঁচাতে গিয়ে দুজন আহত হয়েছেন। এ দৃশ্যের ভিডিও নেটদুনিয়ায় এরই মধ্যে ভাইরাল।
গায়কের অভিযোগের ভিত্তিতে সোমবার রাতেই ভারতীয় দণ্ডবিধির ৩২৩, ৩৪১, ৩৩৭ ধারায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে মুম্বাই পুলিশ। খুব শিগগির স্বপ্নীলকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার।