সোমবার (২০ ফেব্রুয়ারি) ‘শি বিলিভস কাপ’ টুর্নামেন্টে মুখোমুখি হয় ব্রাজিল ও কানাডা। ম্যাচটিতে ২-০ গোলের জয় পায় কানাডা নারী দল। দলের হয়ে গোল করেন ভেনেসা গিলস ও এভলিন ভিয়েনস। এ দিন দলের জয় থেকে আলোচনায় উঠে আসে খেলোয়াড়দের আন্দোলনের বিষয়টি।
বেতন কমানোর প্রতিবাদে কানাডার নারী ফুটবলাররা নির্ধারিত জার্সির ওপরে বেগুনি রঙয়ের জার্সি পরে মাঠে নামার সিদ্ধান্ত নেন। চলমান ‘শি বিলিভস কাপ’ টুর্নামেন্টের প্রথম ম্যাচেও তারা বেগুনি জার্সি পরে মাঠে নামেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সেই ম্যাচটিতে হেরে গেলেও ব্রাজিলের বিপক্ষে জয় পায় কানাডা।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার এক খবরে বলা হয়েছে, পুরুষদের সমান বেতনের দাবিতে নারী ফুটলাররা যে জার্সি পরে মাঠে নেমেছেন, তাতে লেখা রয়েছে ‘যথেষ্ট হয়েছে’। যতদিন বেতনের বিষয়টি সমাধান না হবে, ততদিন এই প্রতিবাদ জানিয়ে মাঠে নামবেন খেলোয়াড়রা।
গত এক বছর ধরে কানাডার জাতীয় দলে পুরুষদের সমান বেতনের দাবি জানিয়ে আসেছেন নারীরা। ইতোমধ্যে এ বিষয়ে সম্মতি জানিয়েছে জাপান এবং ইংল্যান্ডের জাতীয় দল।