গত আসরে মোহামেডানের হয়ে খেলেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার তাই তার আবাহনীতে খেলার গুঞ্জনে অনেকেই অবাক হয়েছিলেন। কিন্তু মোহামেডান কর্তৃপক্ষ দাবি করল, বিষয়টি সম্পূর্ণ ভুয়া। ক্লাবের পক্ষ থেকে পরিচালক এজিএম সাব্বির জানিয়েছেন, সাকিব তাদের হয়ে এবারও খেলতে নামবেন।
এ সম্পর্কে এক ভিডিও বার্তায় সাব্বির বলেন, ‘সাকিব আল হাসান ঢাকা প্রিমিয়ার লিগের ২০২৩ মৌসুমে মোহামেডানের হয়ে খেলবেন। অন্য কোনো ক্লাবের ওয়েবসাইটে যদি কোনো ছবি দেখা যায়, অথবা কেউ যদি দাবি করে থাকে যে সাকিব অন্য ক্লাবে খেলবেন, তাহলে সেটা সত্য খবর নয়।’
সাব্বির আরও বলেন, সাকিবের সাথে সরাসরি কথাও বলেছেন তিনি। তার ভাষ্যমতে, ‘আমি বাংলাদেশ সময় ৫টায় সাকিবের সাথে কথা বলেছি, সে আমাকে নিশ্চিত করেছে যে, অন্য ক্লাবের হয়ে খেলার বিষয়ে এমন কোনো আলোচনাতেই তিনি ছিলেন না।’
প্রসঙ্গত, আগামী মাসেই মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, ১৫ মার্চ থেকে শুরু হবে আসর। গত ১৮ ফেব্রুয়ারি সিসিডিএম থেকে এমন ঘোষণা এসেছিল।