গতকাল অস্ট্রেলিয়া ভারতের কাছে হারের ফলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে দক্ষিণ আফ্রিকা। আপাতত অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কা- এই তিনটি দলের মধ্যে লড়াই চলবে। তবে অস্ট্রেলিয়া এবং ভারত এই দৌড়ে ফেবারিট। এই দুই দল আপাতত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকার শীর্ষে আছে।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে পারে, সেই সম্ভাবনার হার প্রকাশ করেছে আইসিসি। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হওয়ার সম্ভাবনা ৮৮.৯ শতাংশ। এছাড়াও, অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা ৮.৩ শতাংশ। আর ভারত ও শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল হওয়ার সম্ভাবনা ২.৮ শতাংশ।
এদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০-তে টেস্ট সিরিজ জিততে হবে শ্রীলঙ্কাকে। তবে তার আগে অস্ট্রেলিয়াকে ৪-০ তে হারাতে হবে ভারতকে। যদি ভারত একটি ম্যাচ হারে বা ড্র করে তাহলে শ্রীলঙ্কা বাদ পড়ে যাবে। আগামী ৭ জুন থেকে ইংল্যান্ডের ওভালে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।