ভালোবাসা দিবসের সকাল থেকেই একের পর এক ছবি পোস্ট করেন অভিনেত্রী। নিককে জানান শুভেচ্ছা। তবে রাগ হতেই বদলে যায় সেই চিত্রটা। হঠাৎ করেই স্বামীর ওপর রেগে আগুন প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ায় এমন চিত্রের দেখা মিলেছে। ভিডিওতে দেখা গেছে, গাড়ির ভেতরেই স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছেন নিক। আর সে কারণেই রেগে লাল হয়ে যান অভিনেত্রী।
মূলত ভালোবাসা দিবসে প্রকাশ্যে এসেছে ‘লাভ অ্যাগেইন’ সিনেমার ট্রেলার। এবার একই ছবিতে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক। ছবিতে মুখ্য চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী। অন্যদিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নিককে। জানা গেছে, প্রিয়াঙ্কার চরিত্রের নাম মীরা। অর্থাৎ নিকের ওপর বিরক্ত নয় প্রিয়াঙ্কা বরং বিরক্ত মীরা।
ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন জেমস সি স্ট্রস। প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আউটল্যান্ডার খেতো স্যাম হিউটনকে। ছবিতে তার নাম রব বার্নস। নতুন এই ছবির সবচেয়ে বড় চমক সিভিল ডিওন। ১২ মে আমেরিকার পাশাপাশি ভারতেও মুক্তি পেতে চলেছে এই ছবি।২০১৬ সালে মুক্তি পাওয়া জার্মান সিনেমা ‘এসএমএস ফর দিচ’ ছবির অনুকরণেই তৈরি হচ্ছে ‘লাভ অ্যাগেইন’ ছবিটি। যদিও প্রথমে এই ছবির নাম দেয়া হয়েছিল ‘ইটস অল কামিং ব্যাক টু মি’। তবে পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘লাভ অ্যাগেইন’। তবে ছবিতে নিক কোন চরিত্রে ধরা দেবেন সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।