মূলত গানটির ভিডিওচিত্র নিয়ে যত বিতর্ক। এটি নির্মাণ করেছেন আগা নাহিয়ান আহমেদ। নির্মিত হয়েছে ফ্লাইবট স্টুডিওতে। অভিযোগ উঠেছে, সুস্মিতা আনিসের সঙ্গে গাওয়া গানটির ভিডিও চিত্রটি প্রখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য আরএমের বুনো ফুল থেকে নকল করা হয়েছে। শুধু বিটিএস ভক্তরাই নন, এ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে কোরিয়ান সংবাদমাধ্যমেও।
অভিযোগ ওঠার পরপরই গানটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে নেন তাহসান। এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘গানটির ভিডিও চিত্রটি যে নকল তা আমার জানা ছিল না। আমি যখন এটা জানতে পারি, আমার সব অনুভূতি সম্পূর্ণরূপে মাটি হয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘আমি ভিডিও নির্মাতাকে তিরস্কার করেছি। বলেছি, শুধু আমি নই, আমার সকল ভক্তের কাছেও তোমার ক্ষমা চাওয়া উচিত।’
তবে এ বিষয়ে ক্ষমা চাইতে আগ্রহী নন ভিডিও চিত্রটির নির্মাতা আগা নাহিয়ান আহমেদ। তিনি বলেন, ‘এখানে ক্ষমা চাওয়ার কিছু দেখছি না। আমরা প্রশ্নবোধক অংশগুলো বাদ দিয়ে মিউজিক ভিডিওটি আবার আপলোড করেছি। এটি কোনোভাবেই অনুলিপি নয়।’