শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

ভূমিকম্পের একদিন পর ধ্বংসস্তূপে বালককে জীবিত উদ্ধার

  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৫ Time View

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের একদিনের বেশি সময় পর ১৪ বছরের বালককে জীবিত উদ্ধার করা হয়েছে। কাহরামানমারাস শহরের ধ্বংসস্তূপ থেকে তাকে উদ্ধার করে উদ্ধারকর্মীরা। খবর সিএনএনের।

সিএনএন তুর্কি ১৪ বছর বয়সী ওই বালকের উদ্ধারের পুরো বিষয়টি সরাসরি সম্প্রচার করে। সিএনএন তুর্কিতে সরাসরি সম্প্রচারিত ভিডিও থেকে দেখা যায়, জরুরী সেবাদানকারীদের একটি দল কিশোরটিকে একটি স্ট্রেচারে করে একটি অ্যাম্বুলেন্সেরে দিকে নিয়ে যাচ্ছে।

ঘটনাস্থল থেকে সিএনএন তুর্কির প্রতিবেদক এটিকে অলৌকিক ঘটনা বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘অবশেষে! তাকে উদ্ধার করা হয়েছে।’ কিশোরটিকে একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার সর্বশেষ অবস্থা জানা যায়নি।

এদিকে, তুরস্কে সোমবার (৬ ফেব্রুয়ারি) সংঘটিত ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটারশক অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, এখনো তুরস্কে রিখটার স্কেলে ৫ থেকে ৬ মাত্রার আরও কিছু ভূমিকম্প সংঘটিত হতে পারে।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজ ইউএসজিএস-এর বরাত দিয়ে বলেছে, সোমবার সকালে সংঘটিত ভূমিকম্পের পর অনুভূত শতাধিক আফটারশকের অধিকাংশেরই মাত্রা ছিল ৪ এর বেশি। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে, এই অবস্থায় এই অঞ্চলে ৫ থেকে ৬ মাত্রার বেশি আফটারশক আসতে পারে। এমনটা হলে তা পরস্থিতিকে আরও নাজুক করে তুলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর