আগে জানা গিয়েছিল জানুয়ারি ২০২৩-এ শেষ হবে ‘বিগ বস সিজন ১৬’। তবে, জনপ্রিয় এই রিয়েলিটি শোর সময় বাড়ানো হয় আরও কয়েকটা সপ্তাহ। সম্প্রতি ‘বিগ বস ১৬’র সঞ্চালক হিসেবে ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে এসেছিলেন করন জোহর। তিনিই জানিয়ে দিলেন যে, আগামী ১২ ফেব্রুয়ারি হতে চলেছে এই শোয়ের গ্র্যান্ড ফিনালে। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, চলতি সপ্তাহেই ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়ে যাবেন সুম্বুল টাকির খান। যদিও অফিশিয়ালি তেমন কোনও খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত কয়েকটা ‘উইকেন্ড কা ভার’ এপিসোডে সঞ্চালক হিসেবে দেখা যায়নি সালমান খানকে। তার পরিবর্তে প্রথমে সঞ্চালনা করতে দেখা যায় ফারহা খানকে। আর শেষ এপিসোডে সঞ্চালনা করলেন করন জোহর। বিভিন্ন সূত্রের খবরে জানা গেছে, ‘বিগ বস সিজন ১৬’ এর গ্র্যান্ড ফিনালেতে সঞ্চালনা করবেন সালমান খান।
অন্যদিকে, ‘বিগ বস’-এর ঘর থেকে আগামী সিনেমার জন্য অভিনেত্রী নির্ধারণ করলেন একতা কাপুর ও দিবাকর বন্দ্যোপাধ্যায়। বিগ বসের ঘরের প্রতিযোগীরা একে একে অডিশন দিতে থাকেন। আর সেই অডিশনে জ্যাকপটটা জিতলেন নিমরিত কৌর আলুওয়ালিয়া। সমস্ত প্রতিযোগীর মধ্যে একতা কাপুর ও দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয় নিমরিতের পারফরম্যান্স।