মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

প্রথমবার কলকাতার অভিজ্ঞতা সুখের ছিল না ফারিণের

  • আপডেট : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২৯ Time View

সালটা ২০১৩ অথবা ২০১৪। সে সময় হঠাৎ অভিনেত্রী তাসনিয়া ফারিণের মায়ের শরীর খারাপ। অনেক চিকিৎসা করার পরও রোগ ধরা যাচ্ছিল না। অনেক টেস্টের পর ডাক্তার সন্দেহ করেন ক্যানসারের সেল জন্ম নিতে পারে অভিনেত্রীর মায়ের শরীরে। তারপর মাকে নিয়ে কলকাতায় আসা তাসনিয়া ফারিণের।

সে যাত্রায় কলকাতায় ২২ দিন কাটিয়েছেন তাসনিয়া ফারিণ। কিন্তু এই ২২ দিনের অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না। প্রত্যেকদিন লড়াই। জীবনকে নতুন করে দেখা। প্রত্যেকদিন মাকে সুস্থ করে দেশে ফেরার তাগিদ।

কলকাতায় ক্যানসার সচেতনতা বিষয়ক এক আলোচনায় উপস্থিত হয়ে জীবনের এ কঠিন সময়ের অকপট স্বীকারোক্তি করলেন ‘আরও এক পৃথিবী’র প্রতীক্ষা অর্থাৎ তাসনিয়া ফারিণ। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জানালেন, শরীর খারাপ হলে অবহেলা না করার কথাও।

তারপর একাধিকবার কলকাতায় এসেছেন ফারিণ। যদিও এইবারের অভিজ্ঞতাগুলো ছিল আনন্দের। এমনকি ‘আরও এক পৃথিবী’ সিনেমা শুটিংয়ের আগেও বেশ কিছুটা সময় কলকাতায় কাটিয়েছেন।

বর্তমানেও পশ্চিমবঙ্গে সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন ফারিণ। ঢাকা থেকে মাকে সঙ্গে এনেছেন। নিজের প্রথম ছবির পোস্টারে শহর ছেয়ে যাওয়ায় আপ্লুত মা মেয়ে দুজনেই। অতনু ঘোষের এই সিনেমা দিয়েই ভারতে অভিষেক ফারিণের। তাই ছবি নিয়ে বেশ নার্ভাসও। তবে এ ছবি যে দর্শকদের পছন্দ হবে, সে বিষয়ে আশাবাদী অভিনেত্রী।

এখন অপেক্ষা শুধু ছবি মুক্তির। কারণ বড়দিনে মুক্তিপ্রাপ্ত ছবি দেখতে কলকাতার সিনেপ্রেমীরা যেভাবে হল ভরিয়েছেন, তাতে ছবি নির্মাতারা স্বপ্ন দেখেছেন নতুন করে। সেইমতো ‘আরও এক পৃথিবী’ নিয়েও আশায় বুক বেঁধে আছে ছবির গোটা টিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর