এদিকে সিনেমাটির নির্মাতা ইমরাউল রাফাত বলেন, দেশে যারা সিনেমাটি দেখেছেন তারা বেশ উপভোগ করেছেন। আঞ্চলিক ভাষার সিনেমা হওয়ায় দেশের বাইরের দর্শকও মজা পাবেন। যেহেতু আঞ্চলিক ভাষার সিনেমা, তাই বাংলায় সাবটেইটেল করে সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের পর সংযুক্ত আরব আমিরাতেও মুক্তির কথা আছে।
১৮ নভেম্বর চট্টগ্রামের তিনটি হলে মুক্তি পেয়েছিল সিনেমাটি। বিঞ্জর ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে প্রযোজক হিসেবে আছেন এনামুল কবির সুজন। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, পার্থ বড়ুয়া, সাজু খাদেম, নাসির উদ্দিন খান, চিত্রলেখা গুহসহ অনেকে।