ইসরাইলি বাহিনীর গুলিতে আবারও প্রাণ গেল এক ফিলিস্তিনির। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সোমবার (৩০ জানুয়ারি) অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে এক যুবককে গুলি করে হত্যা করে সেনারা।
দক্ষিণাঞ্চলীয় শহর হেবরনে নাসিম আবু ফৌদা নামে ২৬ বছরের যুবককে গুলি করে হত্যা করে ইসরাইলি সেনারা। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার সকালে হেবরনের মসজিদের পাশে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় নাসিম আবু ফাউদা নামের ওই যুবককে উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি তেল আবিব।
ইসরাইলের ডানপন্থি নেতা নেতানিয়াহু ক্ষমতায় আসার পর থেকে ইসরাইল ফিলিস্তিনির উত্তেজনা চরমে। ইসরাইলি সেনাদের হামলায় প্রায় প্রতিদিনই ঝরছে নিরীহ ফিলিস্তিনির প্রাণ। গত শুক্রবার পূর্ব জেরুজালেমের একটি ইহুদি উপাসনালয়ের বাইরে গুলিতে নিহত হন অন্তত সাতজন।