একটি ভিডিও ফুটেজের সূত্র ধরে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, নর্থ উইকশায়ারের বেলফ্রি হোটেলে বিশ্বকাপ জয় উদযাপনের এই পার্টি আয়োজন করেন মার্টিনেজ। গোটা পার্টির জায়গাটি সাজানো হয় আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সির আবহে।
এদিনের গোটা পার্টির থিম জুড়েই ছিল আর্জেন্টিনার বিশ্বকাপ জয়। দেয়ালে ঝোলানো হয়েছিল কাতারের মাটিতে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের নানা মুহূর্তের ছবি। রাখা হয়েছিল বিশ্বকাপ ট্রফির রেপ্লিকাও। এই পার্টিতেই অ্যাস্টন ভিলায় মার্টিনেজের অন্যান্য সতীর্থের সঙ্গে ছিলেন ব্রাজিলিয়ান তারকা কৌতিনহো। লিভারপুল ও বার্সেলোনার সাবেক এই তারকা বর্তমানে অ্যাস্টন ভিলায় মার্টিনেজের সতীর্থ। উপস্থিত সকলের পরনেই ছিল সাদা পোশাক।অ্যাস্টন ভিলার স্টেডিয়াম ভিলা পার্ক থেকে ৯ মাইল দূরের এই হোটেলে বিশ্বকাপের ট্রফি সামনে রেখে গল্প আড্ডায় মেতে ওঠেন উপস্থিত সকলেই। এক পর্যায়ে ট্রফিটি মাঝখানে রেখে তারা নাচতে শুরু করেন।৩০ বছর বয়সী কৌতিনহো ২০১৮ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে মাঠ মাতান। তবে ফর্মের কারণে কাতার বিশ্বকাপের দলে সুযোগ পাননি তিনি। ২০২২ সালে বার্সেলোনা থেকে ধারে অ্যাস্টন ভিলায় যোগ দেন তিনি। পরে অবশ্য স্থায়ীভাবে তাকে দলে ভেড়ায় প্রিমিয়ার লিগের দলটি।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে দারুণ অবদান রাখেন এমি মার্টিনেজ। কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসের বিপক্ষে দুইটি শট ঠেকিয়ে দেন তিনি। ফাইনালেও গুরুত্বপূর্ণ সময়ে কোলো মুয়ানির শট ঠেকানো ছাড়াও টাইব্রেকারে ঠেকিয়ে দেন কিংসলে ক্যোমানের শট।