মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: হ্যাটট্রিক করল ‘পদ্মাপুরাণ’

  • আপডেট : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ২৪৮ Time View

তরুণ চলচ্চিত্র নির্মাতা রাশিদ পলাশ প্রথম সিনেমা ‘পদ্মাপুরাণ’ দিয়ে বাজিমাত করেছেন।দেশীয় চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১’-এ তিন ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ‘পদ্মাপুরাণ’। ২৯ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ সালের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এতে দেখা যায়, শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্বচরিত্রে শম্পা রেজা (পদ্মাপুরাণ); শ্রেষ্ঠ গায়ক কে এম আবদুল্লাহ-আল-মুর্তজা মুহিন (শোনাতে এসেছি আজ-পদ্মাপুরাণ) এবং শ্রেষ্ঠ গায়িকা চন্দনা মজুমদার (দেখলে ছবি পাগল হবি-পদ্মাপুরাণ) পুরস্কার লাভ করেছেন।

এই প্রসঙ্গে গণমাধ্যমকে রাশিদ পলাশ প্রথমে ধন্যবাদ দেন ‘পদ্মাপুরাণ’ টিমকে। জানান, সবাই অক্লান্ত পরিশ্রম করেছেন বলে ‘পদ্মাপুরাণ’ তিনি নির্মাণ করতে পেরেছেন। তা না হলে ‘পদ্মাপুরাণ’ নির্মাণ করা সম্ভব হতো না। ছবিটি জাতীয় পুরস্কার পেয়েছে এই আনন্দ ভাষায় প্রকাশ করতে পারবেন না। কিন্তু চাপ অনুভব করছেন দায়িত্ব বেড়ে গেলো বলে। সামনের কাজগুলো আরও বেশি দায়িত্ব নিয়ে করতে হবে।

এদিকে ‘পদ্মাপুরাণ’ সিনেমা খ্যাত পরিচালক রাশিদ পলাশের নতুন সিনেমা ‘ময়ূরাক্ষী’। সিনেমাটি তিনি মুক্তি দিতে চান আসছে বিশ্ব ভালোবাসা দিবসে। বর্তমানে নির্মাতা রাশেদ পলাশ ‘রঙবাজার’ নামের একটি সিনেমার কাজ শেষ করছেন। জানা গেছে, এই সিনেমাটি চলতি বছর মুক্তি পাবে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন গোলাম রাব্বানী। প্রযোজনা করছে লাইভ টেকনোলজি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর