শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পূর্বাহ্ন

‘পাঠান’ এ চমক সালমান খান!

  • আপডেট : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২১১ Time View

আজ ভারতে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত ‘পাঠান’। মুক্তির আগেই বেশ আলোচনায় রয়েছে ছবিটি। টিকিট বিক্রি হয়েছে দ্বিগুণ দামে। অনেকে ছবিটি দেখতে মরনিং শোতে ভিড় করতে দেখা গেছে।এক ভক্ত অনুরাগী জানালেন ‘পাঠান’ এ চকম হিসেবে আছেন সালমান খান! তবে কোন চরিত্রে তা জানতে গেলে তিনি জানান হল ছবিটি আপাতত দেখছি। পরে জানানোর কথা বলেন তিনি। তবে তাকে তার ফেসবুকে একটি পোস্ট করতে দেখা গেছে। সেখানে জানান দিয়েছেন। লিখেছেন ‘সরাসরি দেখছি পাঠান, সালমান খান কোত্থেকে এলো!’ এছাড়া তার সাথে কথা বলে জানা যায়, ‘মাঝামাঝি থেকে সালমান খান আর শাহরুখের এ্যাকশন আছে। আমি এতটা ধ্যান দিয়ে দেখিনি তবে মনে হয় তারা বন্ধু হবে।’

অন্যদিকে শীতের সকাল। কুয়াশার রেশ তখনও কাটেনি। রাস্তায় তেমন ভিড় নেই। দক্ষিণ কলকাতার একটি শপিং মলের সামনে পৌঁছে দেখা গেল ভিন্ন চিত্র। বেশ ভিড়। দলে দলে মানুষ ঢুকছেন। কোনো বিপণিতে বিশেষ ছাড় তো চলছে না।

‘পাঠান’ সিনেমার প্রথম দিনের প্রথম শো। শাহরুখ অনুরাগীদের আর তর সইছে না। স্বাভাবিক নয় কি? চার বছরের প্রতীক্ষার অবসান। ভক্তদের দরবারে বড় পর্দায় হাজির হচ্ছেন তাদের মসিহা। ঘড়ির কাঁটা সাড়ে ছটা ছুঁয়েছে। হাতে আর মাত্র পনেরো মিনিট।

এদিকে মাল্টিপ্লেক্সের বাইরে লম্বা লাইনে উৎসুক দর্শকের ঠোঁটের কোণে হাসির রেখা। কারও চোখ লাল, তো কেউ চোখ ডলছেন। হাই তুলছেন কেউ কেউ। স্বাভাবিক, উত্তেজনায় কেউ সারা রাত দ চোখের পাতা এক করতে পারেননি। কেউ আবার ঘড়িতে অ্যালার্ম দিয়ে কাকভোরে উঠে বেরিয়ে পড়েছেন। ফুড কর্ণার থেকে
নেওয়া গরম কফির কাপটাই তখন একমাত্র ভরসা। আগামী ২ ঘণ্টা ২৬ মিনিট যে বলিউড বাদশা তাদের অন্য জগতে হাজির করার প্রতিশ্রুতি দিয়েছেন।

পাঠানের অগ্রিম বুকিং শুরু হওয়ার পর থেকেই প্রথম কয়েক দিনের শোয়ের টিকিট বিক্রি প্রায় শেষের দিকে। মঙ্গলবার সকালে জানা যায়, আইনক্স সকাল ৭টার ও আগে এই ছবির শোয়ের ব্যবস্থা করেছে।

বুধবার সারা দিনটা বলিউড সিনেমার ইতিহাসে যে বিশেষ অধ্যায় হয় রয়ে যাবে, সকাল সকাল তার এক ঝলক শহর কলকাতার দর্শক, শাহরুখ অনুরাগীরাই প্রমাণ করে দিলেন। চলতি সপ্তাহে শাহরুখের ছবি বক্স অফিসে আর কী কী নজির গড়ে, সে দিকে নজর থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর