শেষ লিগ ম্যাচে হার ও চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শিরোপা খোয়ানোর দুঃখ ভুলে অবশেষে বিলবাওয়ের বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। ২-০ গোলের জয়ে একটি গোল করেছেন বেনজেমা। আর তাতেই রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসকে ছুঁয়ে ফেললেন ফরাসি এই স্ট্রাইকার।বিশ্বকাপের পর রিয়ালের হয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন বেনজেমা। একের পর এক গোল করেই যাচ্ছেন ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তবে গতকালের গোলটি তার জন্য একটু বেশিই স্পেশাল ছিল। কারণ রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ফুটবলার এবং রিয়ালের ঘরের ছেলে রাউল গঞ্জালেসকে যে ছুঁয়ে ফেললেন তিনি।রোববার (২২ জানুয়ারি) বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের প্রথম গোলটি করেন বেনজেমা। ডি-বক্সের ভিতরে ম্যাচের ২৪ মিনিটে অসাধারণ এক ভলিতে বল জালে জড়ান বেনজেমা, যা লা লিগায় তার ২২৮ তম গোল। লিগে গোলের সংখ্যায় রাউলকে ছুঁয়েছেন বেনজেমা। রিয়াল মাদ্রিদের হয়ে এখন বেনজেমার আগে শুধুই ক্রিস্টিয়ানো রোনালদো।
এদিকে বিলবাওয়ের বিপক্ষে গোল করে বেনজেমা শুধু রাউলকেই ছোননি। রিয়ালের আরেক কিংবদন্তি ফুটবলার আলফ্রেড ডি স্টেফানোকে পেছনে ফেলেছেন তিনি। রিয়ালের হয়ে ২২৭ গোল করেছিলেন ডি স্টেফানো।
লিগে বিলবাওয়ের বিপক্ষেই সবচেয়ে বেশি গোল করিম বেনজেমার। এখন পর্যন্ত বিলবাওয়ের বিপক্ষে ২৮ ম্যাচে ১৯ গোল করেছেন এই ফরাসি তারকা।এদিকে বেনজেমা ছাড়া ম্যাচের দ্বিতীয় গোলটি করেছেন জার্মান মিডফিল্ডার টনি ক্রুজ। ম্যাচের ৯০ মিনিটে তার দূরপাল্লার শট আটকাতে পারেনি বিলবাও গোলরক্ষক। এই জয়ে লিগ টেবিলে অবশ্য পরিবর্তন আসেনি রিয়ালের। ১৭ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা।