শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন

রেকর্ড গড়বে ‘পাঠান,’ অগ্রিম টিকিট বিক্রির ধুম

  • আপডেট : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ৪০ Time View

শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৫ জানুয়ারি। বলিউডের এই সময়ের আলোচিত আসন্ন সিনেমা শাহরুখ-দীপিকার পাঠান।অ্যাকশন, থ্রিলারে জমজমাট ট্রেলারে নেটদুনিয়ায় ঝড় তুলেছেন শাহরুখ, দীপিকা, জন আব্রাহাম। দীর্ঘ পাঁচ বছর পর পরিপূর্ণ এক প্যাকেজ নিয়ে পর্দায় হাজির হয়েছেন শাহরুখ।

তবে শাহরুখ একা নন, ট্রেলারে নজর কেড়েছেন ছবির ভিলেন জন আব্রাহম ও দীপিকাও। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে সেটার আভাস মিলেছে ‘পাঠান’র অগ্রিম বুকিং দেখেই। দর্শকদেরও উত্তেজনা তুঙ্গে। ২৫ জানুয়ারি মুক্তি সামনে রেখে এরই মধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।

সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট তারান আদর্শ টুইট করে ‘পাঠান’ এর সাম্প্রতিক টিকিট বিক্রির সংখ্যা প্রকাশ করেছেন। টুইট বার্তায় তিনি জানিয়েছেন, শুক্রবার (২১ জানুয়ারি) ভারতীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে টিকিটি বিক্রি হয়েছে এক লাখ একাত্তর হাজার পাঁচশ টিকিট।
এরমধ্যে পিভিআর: পচাত্তর হাজার পাঁচশ, আইএনওএক্স: ষাট হাজার পাঁচশ এবং সিনেপোলিস পয়ত্রিশ হাজার পাঁচশ টিকিট বিক্রি হয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর সূত্র বলছে, মুক্তির প্রথম দিনে ৪১ কোটির বেশি রুপি আয় করতে পারে ‘পাঠান’।

সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে গোয়েন্দার ভূমিকায় দেখা যাবে। জানা গেছে, যশরাজ ফিল্মসের ব্যানারে ‘পাঠান’ সিনেমার জন্য শাহরুখ খান পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি। দীপিকা পাড়ুকোন নিয়েছেন ১৫ কোটি রুপি। আর জন আব্রাহাম পারিশ্রমিক নিয়েছেন ২০ কোটি রুপি।ট্রেলারে দেখা যায় সন্ত্রাসবাদীদের নিশানায় ভারত। ‘রেড ফ্ল্যাগ’ জারি হতেই দেশকে রক্ষা করতে ‘পাঠান’-এর শরণাপন্ন ডিম্পল কাপাডিয়া। ‘বনবাস’ কাটিয়ে পাঠান ফিরল নিজ মেজাজে।

এ ছবিতে গুপ্তচরের ভূমিকায় রয়েছেন শাহরুখ, যে দেশের জন্য যেমন জীবন দিতে পারে তেমনি নিতেও পারে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি ২৫ জানুয়ারি হিন্দি ছাড়াও তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর