বুধবার, ২৮ মে ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পাবেন নিহত ও আহতরা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ Time View

বাংলাদেশ সরকার জুলাই অভ্যুত্থানে নিহতদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।এসব শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা এবং মাসিক ২০ হাজার টাকা করে ভাতা প্রদান করা হবে। ইতোমধ্যে শহীদদের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং গেজেট প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শহীদ পরিবারের সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন এবং আহতরা তিন ক্যাটাগরিতে চিকিৎসা ও অন্যান্য সুবিধা পাবেন।

শফিকুল আলম জানান, ইতোমধ্যে জুলাইয়ের ৮৩৪ জন শহীদের তালিকা গেজেটে প্রকাশিত হয়েছে। শহীদ পরিবারকে ২০২৪-২০২৫ অর্থ বছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা এবং ২০২৫-২০২৬ অর্থ বছরে বাকি ২০ লাখ টাকা প্রদান করা হবে। এছাড়া, প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা দেয়া হবে।

আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে:

ক্যাটাগরি এ (অতি-গুরুতর আহত)

৪৯৩ জন, যারা শারীরিক অসামর্থ্যতার কারণে অন্যের সহায়তায় জীবনযাপন করতে বাধ্য। তাদের এককালীন ৫ লাখ টাকা, ২০২৪-২০২৫ অর্থ বছরে ২ লাখ টাকা এবং ২০২৫-২০২৬ অর্থ বছরে ৩ লাখ টাকা প্রদান করা হবে। এছাড়া, তারা মাসিক ২০ হাজার টাকা ভাতা, আজীবন চিকিৎসা সুবিধা এবং উপযুক্ত প্রশিক্ষণ পাবেন।

ক্যাটাগরি বি (গুরুতর আহত)

৯০৮ জন, যারা আংশিক সহায়তায় জীবনযাপন করতে সক্ষম। তাদের এককালীন ৩ লাখ টাকা, ২০২৪-২০২৫ অর্থ বছরে ১ লাখ টাকা এবং ২০২৫-২০২৬ অর্থ বছরে ২ লাখ টাকা প্রদান করা হবে। তারা মাসিক ১৫ হাজার টাকা ভাতা এবং সরকারি/আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন।

ক্যাটাগরি সি (আহত)

১০,৬৪৮ জন, যারা চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন। তাদের এককালীন ১ লাখ টাকা, মাসিক ১০ হাজার টাকা ভাতা এবং পুনর্বাসন সুবিধা প্রদান করা হবে।

এছাড়া, প্রতিটি ক্যাটাগরির আহতদের জন্য পরিচয়পত্র প্রদান করা হবে, যার মাধ্যমে তারা সরকারের বিভিন্ন সুবিধা পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর