সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:১৩ পূর্বাহ্ন

সব মেডিকেল কলেজে ‘একাডেমিক শাটডাউন’ কর্মসূচি আজ

  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮ Time View

পাঁচ দফা দাবিতে গতকাল কর্মবিরতি পালন করেছেন দেশের বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তাদের দাবিতে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেন ইন্টার্ন চিকিৎসকরাও। দাবি আদায়ে আজ সোমবার সারাদেশের সব মেডিকেল কলেজে ‘একাডেমিক শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টর’স মুভমেন্ট ফর জাস্টিস।

আজ  সোমবার সংগঠনটির সভাপতি ডা. জাবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দশম গ্রেডে শূন্য পদে নিয়োগ, সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরিসহ চার দফা দাবিতে চলতি মাসের প্রথম সপ্তাহে ঢাকায় বিক্ষোভ করেন মেডিকেল অ্যাসিস্ট্যান্টস ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। সরকারের আশ্বাসে তাদের বিক্ষোভ কর্মসূচি আপাতত স্থগিত রয়েছে। এবার সারাদেশে তাদের পাল্টা কর্মসূচি দিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

মেডিকেল শিক্ষার্থীদের পাঁচ দাবি হলো –

১. এমবিবিএস/বিডিএস ছাড়া কেউ ‘ডাক্তার’ লিখতে পারবে না। বিএমডিসির নিবন্ধন কেবল এমবিবিএস/বিডিএস উত্তীর্ণদের দেওয়া, ম্যাটসদের নিবন্ধন দেওয়া বন্ধ করা এবং বিএমডিসির আইনের বিরুদ্ধে করা রিট মামলা ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে।

২. চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওটিসি (ওভার দ্য কাউন্টার) তালিকা হালনাগাদ করতে হবে। এমবিবিএস/বিডিএস ছাড়া আর কেউ ওটিসি তালিকার বাইরে ওষুধ লিখতে পারবে না।

৩. স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট নিরসনে দ্রুত ১০ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে শূন্য পদ পূরণ, চিকিৎসকদের বিসিএসে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে।

৪. সব ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এবং মানহীন সরকারি ও বেসরকারি কলেজ বন্ধ করে দিতে হবে। এরইমধ্যে পাস করা ম্যাটস শিক্ষার্থীদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদবি বাতিল করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগের ব্যবস্থা করতে হবে।

৫. চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে।

লং মার্চ টু হাইকোর্ট মঙ্গলবার

গতকাল বিকেলে সংবাদ সম্মেলন করে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। এর সভাপতি ডা. জাবির হোসেন বলেন, এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না। বিএমডিসির এই আইনের বিরুদ্ধে করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। গত ১৩ বছরে এই রিটের শুনানি ৯১ বার পেছানো হয়েছে। রায় দীর্ঘায়িত করে আইনের ফাঁক দিয়ে ‘ডাক্তার’ পদবি লেখার অভিপ্রায়ে আরও দুটি রিট করা হয়েছে। আমরা এই রায়ের দীর্ঘসূত্রতা চাই না।

তিনি আরও বলেন, আমাদের দাবি আদায়ে সোমবার সারাদেশের সব মেডিকেল কলেজে ‘একাডেমিক শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে। আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লং মার্চ টু হাইকোর্ট কর্মসূচি পালন করা হবে। এর পরও যদি দাবি আদায় না হয়, তাহলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর