মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:২২ অপরাহ্ন

জেলেনস্কিকে স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কিকে স্বৈরাচার বললেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, স্বৈরশাসক জেলেনস্কির দ্রুত পদক্ষেপ নেয়া উচিত, নয়তো তার দেশের আর কিছু অবশিষ্ট থাকবে না। গতকাল বুধবার (১৯ ফেব্রুয়ারি) ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন ট্রাম্প।

এর আগে, জেলেনস্কি বলেছিলেন যে ট্রাম্প রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণার ফাঁদে আটকা পড়েছেন, যখন ট্রাম্প দাবি করেছিলেন, ২০২২ সালে রাশিয়ার আক্রমণের জন্য ইউক্রেনই দায়ী।

মূলত গত মঙ্গলবার ফ্লোরিডায় সাংবাদিকদের প্রশ্নোত্তরে ট্রাম্প দাবি করেন, ইউক্রেনের প্রেসিডেন্টের জনপ্রিয়তা তলানিতে পৌঁছেছে। মেয়াদ শেষের ৯ মাস পরও নির্বাচন না দেয়ার সমালোচনা করেন তিনি। বিরল খনিজ দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসায় জেলেনস্কির বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগও করেন।

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় নেতারা। ট্রাম্পের সমালোচনা করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টার্মার, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনসহ অনেকে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট জেলেনস্কির গণতান্ত্রিক পদের বৈধতা অস্বীকার করা ভুল এবং ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ। জেলেনস্কিকে ফোন করে সমর্থনের কথা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টার্মার।

২০২২ এর ফেব্রুয়ারিতে রাশিয়ার অভিযান শুরুর পর থেকেই মার্শাল ল জারি করা হয় ইউক্রেনে। প্রেসিডেন্ট হিসেবে ২০২৪ সালের মে মাসেই মেয়াদ শেষ হয় জেলেনস্কির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর