শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশসহ তিন দেশে উন্নয়ন সহায়তা বন্ধ করলো সুইজারল্যান্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৩ Time View

বাংলাদেশ, আলবেনিয়া ও জাম্বিয়ার জন্য তাদের উন্নয়ন সহায়তা কর্মসূচি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সুইজারল্যান্ড। সুইস পার্লামেন্টে সহায়তার জন্য অর্থ বরাদ্দ কমানোর ফলে এই সিদ্ধান্ত নিয়েছে সুইস সরকার। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ প্রভাবিত দেশগুলোর উন্নয়ন সহযোগিতা কর্মসূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

গত ডিসেম্বর মাসে পার্লামেন্ট ২০২৫ সালের আন্তর্জাতিক সহযোগিতা বাজেট থেকে ১১০ মিলিয়ন অর্থাৎ ১১ কোটি সুইস ফ্র্যাঁ ও ২০২৬ থেকে ২০২৮ সালের আর্থিক পরিকল্পনা থেকে প্রায় ৩২১ মিলিয়ন বা ৩২ কোটি সুইস ফ্র্যাঁ কমিয়ে দেয়।বুধবার এই বাজেট কাটছাঁটের বিষয়ে সুইজারল্যান্ডের নির্বাহী সংস্থা সুইস ফেডারেল কাউন্সিলকে জানানো হয়। ফলে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি) ২০২৮ সালের মধ্যে আলবেনিয়া, বাংলাদেশ ও জাম্বিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক উন্নয়ন কর্মসূচি বন্ধ করবে।২০২৫ থেকে ২০২৮ সালের মধ্যে দেশভিত্তিক ও বিষয়ভিত্তিক বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং সংস্থার বাজেটও কমানো হবে। তবে মানবিক সহায়তা, শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম ও ইউক্রেনের জন্য সহায়তা কর্মসূচি এই বাজেট কাটছাঁটের আওতায় আসবে না।

সূত্র: এসডব্লিউআই সুইস ইনফো

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর