শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৪ পূর্বাহ্ন

১১ মার্কিন চিকিৎসক-নার্সকে গাজা ছাড়তে দিচ্ছে না ইসরায়েল

  • আপডেট : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ১৩ Time View

মার্কিন চিকিৎসক এবং নার্সদের গাজা থেকে বের হওয়ার অনুমতি দিচ্ছে না ইসরায়েল। জেটেও নিউজ ওয়েবসাইটের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি কর্তৃপক্ষ ১১ মার্কিন চিকিৎসক এবং নার্সকে গাজার ছাড়ার অনুমতি দেয়নি।

মানবিক সংস্থা রাহমার স্বাস্থ্যকর্মীদের বুধবার গাজা ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, একটি নিরাপত্তা চেকপয়েন্টে ঘটা অনাকাঙ্ক্ষিত ‌‘ঘটনার’ কারণে সেটা সম্ভব হয়নি।

ইসরায়েলি কর্তৃপক্ষ রাহমার স্বাস্থ্যকর্মীদের আরেকটি বড় দলকে গাজায় প্রবেশ করতেও বাধা দিচ্ছে বলে জানা গেছে। এদিকে গাজার উত্তরাঞ্চলে নিজেদের বাড়ি-ঘরে ফেরার চেষ্টার সময় ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত একজন নিহত হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী বাস্তবায়নে বিলম্ব করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে হামাস।

অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, বন্দী নারী বেসামরিক নাগরিকদের মুক্তি দিতে হামাসের বিলম্বের কারণে ইসরায়েল ফিলিস্তিনিদের প্রত্যাবর্তনে বাধা দিচ্ছে। শনিবার ২০০ ফিলিস্তিনির বিনিময়ে চার ইসরায়েলি সৈন্যের মুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করেছে।অধিকৃত পশ্চিম তীর, জেনিন শহর এবং তার কাছাকাছি একটি বড় আকারের সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি সৈন্যরা। সেখানে ইসরায়েলি হামলায় দুই বছর বয়সী এক মেয়ে শিশুসহ কমপক্ষে দুজন নিহত হয়েছে।২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার সেনারা। সেখানে এখন পর্যন্ত ৪৭ হাজার ২৮৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ১১ হাজার ৪৭২ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর