শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

স্বাভাবিক বিশ্ব পর্যটন, ২০২৪ সালে ভ্রমণ করেছে ১৪০ কোটি মানুষ

  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৩ Time View

জাতিসংঘের পর্যটন সংস্থা ২০২৪ সালের ভ্রমণকারীদের বিষয়ে তথ্য প্রকাশ করেছে। এতে দেখা যাচ্ছে, করোনা মহামারির আগের পর্যায়ে চলে গেছে পর্যটন শিল্প। অর্থাৎ মানুষের ভ্রমণ স্বাভাবিক হয়েছে।

২০২৪ সালে প্রায় ১৪০ কোটি মানুষ বিশ্বজুড়ে ভ্রমণ করেছে। সবশেষ ২০১৯ সালে এ ধরনের ট্রেন্ড ছিল। এরপর ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। বন্ধ হয়ে যায় মানুষের ভ্রমণ।

এসব পর্যটকরা এক দশমিক নয় ট্রিলিয়ন ডলার ব্যয় করছে। তার মানে হলে প্রত্যেক পর্যটক গড়ে এক হাজার ডলারের বেশি ব্যয় করছে।গত বছর সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করেছে ইউরোপ মহাদেশে। প্রকাশিত তথ্যে দেখা গেছে, এই সংখ্যা ৭৪৭ মিলিয়ন।রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলা সত্ত্বেও ইউরোপ ভ্রমণের হারকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

দেশ হিসেবে ২০২৪ সালে সবচেয়ে বেশি মানুষ ভ্রমণ করেছে ফ্রান্সে। এই সময়ে দেশটিতে ১০০ মিলিয়ন মানুষ ভ্রমণ করেছে। এক্ষেত্রে ৯৮ মিলিয়ন পর্যটক নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন।২০২৪ সাল ফরাসি পর্যটনের জন্য একটি ব্যতিক্রমী বছর ছিল। ২০২৫ সালেও যা অব্যাহত থাকার আশা।

তাছাড়া ২০২৪ সালে এশিয়া ও প্যাসিফিকে ৩১৬ মিলিয়ন মানুষ ভ্রমণ করেছে। যুক্তরাষ্ট্র সফরে গেছে ২১৩ মিলিয়ন, মধ্যপ্রাচ্য ভ্রমণ করেছে ৯৫ মিলিয়ন ও আফ্রিকা গেছে ৭৪ মিলিয়ন। তবে অ্যান্টার্কটিকায় কত সংখ্যাক মানুষ ভ্রমণ করেছে সে সম্পর্ক কোনো তথ্য নেই।

সূত্র: সিএনএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর