শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

ফ্রান্সে অবৈধ বসবাসে সহায়তায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১০ Time View

ফ্রান্সে মানবপাচারের অভিযোগে এক ভারতীয় নাগরিককে ৩০ মাসের কারাদণ্ড দিয়েছেন বায়োন শহরের আদালত। ফ্রান্স-স্পেন সীমান্তে অবৈধ অভিবাসীদের সহায়তা করার সময় গত ১৬ জানুয়ারি হেন্দায় শহর থেকে তাকে আটক করে ফরাসি পুলিশ।

ফরাসি পুলিশের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি নয় সিটের একটি গাড়িতে মোট ১৬ জন অনিয়মিত অভিবাসী নিয়ে সীমান্ত পাড়ি দিচ্ছিলেন। গাড়ির মধ্যে কয়েকজন অভিবাসী ট্রাঙ্কের লাগেজের ওপর বসেছিলেন এবং কয়েকজন অন্য যাত্রীদের কোলে ছিলেন। সিটবেল্ট ছাড়াই এই ঝুঁকিপূর্ণ যাত্রা করছিলেন তারা।আটক ব্যক্তির বয়স ২৮ বছর এবং তার পর্তুগালে বৈধভাবে বসবাসের অনুমতি রয়েছে। আদালতে তিনি জানান, অসুস্থ মা এবং প্রতিবন্ধী বাবার চিকিৎসার জন্য তার অর্থের প্রয়োজন ছিল। এ কাজের জন্য পর্তুগালের একজন ব্যক্তির কাছ থেকে তিনি নির্দেশ পেয়েছিলেন।

বায়োনের আদালত রায়ে উল্লেখ করেছে, অভিযুক্তের বিরুদ্ধে অবৈধ অভিবাসনে সহায়তার পাশাপাশি অভিবাসীদের জীবন ঝুঁকিতে ফেলার অভিযোগও প্রমাণিত হয়েছে।

স্থানীয় গণমাধ্যম ফ্রান্স ব্লু জানায়, উদ্ধার হওয়া অভিবাসীরা সবাই ভারতীয় ও পাকিস্তানি নাগরিক। সাম্প্রতিক সময়ে পর্তুগাল থেকে ফ্রান্সে অবৈধ অভিবাসীদের পরিবহনের জন্য ভারতীয় ও পাকিস্তানি পাচারকারী নেটওয়ার্কগুলোর কর্মকাণ্ড বেড়েছে।মানবপাচারের বিরুদ্ধে লড়াইয়ে নিবেদিত ফরাসি সংস্থা অল্টিম এ অঞ্চলে তৎপরতা বাড়িয়েছে। এরই মধ্যে পাচার চক্রের সদস্যদের গ্রেফতারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের জুন মাসে স্পেন থেকে ফ্রান্সে শতাধিক অভিবাসী পরিবহনের দায়ে নয় আলজেরীয় নাগরিককে কারাদণ্ড দেওয়া হয়। একই বছরের মার্চে আরেক পাচারকারীকে তিন বছরের কারাদণ্ড এবং ফ্রান্সে স্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সূত্র: ইনফোমাইগ্রেন্টস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর