শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

বাংলাদেশ ক্রিকেট দলের আজ ‘শুভ জন্মদিন’

  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫ Time View

দেখতে দেখতে ৪৮টি বছর পার করে ফেললো বাংলাদেশের ক্রিকেট। স্বাধীনাতার পর ১৯৭৭ সালের এই দিনে (৭ জানুয়ারি) প্রথমবারের মতো কোনও দলের বিপক্ষে ‘বাংলাদেশ’ নামে খেলতে নামে ক্রিকেট দল। সেদিন প্রয়াত শামিম কবিরের নেতৃত্বে ঢাকা স্টেডিয়ামে মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল।

স্বাধীনতার পরে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম কোনও ম্যাচ, আর সেই ম্যাচ দেখতে ঢাকা স্টেডিয়াম সেদিন পরিণত হয়েছিল জনসমুদ্রে। ৪০ হাজার ধারনক্ষমতা সম্পন্ন ঢাকা স্টেডিয়ামটি ছিল কানায় কানায় পূর্ণ। ঢাকা স্টেডিয়ামে (বঙ্গবন্ধু স্টেডিয়াম) অনুষ্ঠিত সেই ম্যাচটিই প্রথম বাংলাদেশ নামে খেলা হয়।

এই সফরে আরও দুটি ম্যাচ খেলেছিল এমসিসি। কিন্তু সেই ম্যাচগুলো বাংলাদেশ নামে নয়, অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন অঞ্চলভিত্তিক নামে।  

 ক্রিকেট এখন তিন ফরম্যাটের। আর তার জন্য ভিন্ন ভিন্ন অধিনায়কও থাকে কোনও কোনও দলের। টি-টোয়েন্টি-ওয়ানডে-টেস্টের জন্য অনেক দলেরই আলাদা আলাদা অধিনায়ক থাকে। ওয়ানডেতে গাজী আশরাফ হোসেন লিপু, টেস্টে নাইমুর রহমান দুর্জয় ও টি-টোয়েন্টিতে শাহরিয়ার নাফিস প্রথম অধিনায়ক হলেও দেশের ক্রিকেটের প্রথম অধিনায়ক হিসেবে স্বীকৃত শামিম কবির।  

 ঢাকায় ১৯৭৭ সালের জানুয়ারিতে এমসিসির বিপক্ষে খেলা দলটিই ছিল প্রথম আনুষ্ঠানিক বাংলাদেশ ক্রিকেট দল। সেই দলটাকেই নেতৃত্ব দিয়েছেন শামিম কবির। তাই তাকেই দেশের ক্রিকেটের প্রথম অধিনায়ক হিসেবে ধরা হয়। ২০১৯ সালে তিনি মারা যান। 

 টসে জিতে আগে ব্যাট করেছিল বাংলাদেশ। ৯ উইকেট হারিয়ে ২৬৬ রান সংগ্রহ করেছিল তারা। ইউসুফ রহমান বাবু সেই ম্যাচে করেছিলেন ৭৮ রান। তা ছাড়া ফারুক করেছিলেন ৩৫ রান। অধিনায়ক শামিম কবির ৩০ ও রুমি করেছিলেন ২৮ রান।  

 জবাবে ব্যাট করতে নেমে ৩৪৭ রানেই অলআউট হয়ে যায় মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫২ করে বাংলাদেশ। সময় স্বল্পতায় পরে ম্যাচটি ড্র হয়।  

ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য ক্রিকেট খেলতে পারে কি না সেটি যাছাইয়ের পরীক্ষাও। ক্রিকেটের প্রতি দর্শকদের আগ্রহ, মাঠের পারফরম্যান্স সব মিলিয়ে বাংলাদেশকে আইসিসির সহযোগী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। সেবারের সফর শেষে এমসিসির এক প্রতিবেদনের ভিত্তিতে ওই বছরের জুনে আইসিসির সহযোগী সদস্যপদ পায় বাংলাদেশ। সেইসঙ্গে খুলে যায় আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ার।   

বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম ম্যাচে যারা ছিলেন: শামিম কবির (অধিনায়ক), রকিবুল হাসান (সহ-অধিনায়ক), শফিকুল হক হীরা, মাইনুল হক, ওমর খালেদ, এ এস এম ফারুক, সৈয়দ আশরাফুল হক, ইউসুফ রহমান বাবু, দৌলতুজ্জামান, দিপু রায় চৌধুরী ও খন্দকার নজরুল কাদের লিন্টু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর