রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:২১ অপরাহ্ন

রেমিটেন্স যোদ্ধাদের মাতাতে মালয়েশিয়ায় নায়ক শাকিব খান ও দীঘি

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ২৩ Time View

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে কুয়ালালামপুরে বসতে যাচ্ছে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ সিজন থ্রি।

রোববার অনুষ্ঠিত হতে যাওয়া এ অনুষ্ঠানে যোগ দিতে মালয়েশিয়ার পথে ঢালিউড কিং শাকিব খান।

শুক্রবার কুয়ালালামপুরের বুকিতবিনতাংয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক প্রতিষ্ঠান রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্ট এর পরিচালক ইফতারুল ইসলাম অনি।

অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।

শাকিব খান ছাড়াও এ অনুষ্ঠানে অংশ নিতে কুয়ালামাপুরে পৌঁছেছেন জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি, প্রিয়াঙ্কা জামান, মিম চৌধুরী, ক্লোজআপ ১-এর তারকা শিল্পী পুলক অধিকারী, কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলা।

অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যে ভিডিও বার্তার মাধ্যমে দর্শকদের আহ্বান জানিয়েছেন বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানসহ অন্যান্য শিল্পীরা।

আয়োজকদের পক্ষ থেকেও অনুষ্ঠানে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে ফ্রিতে অনুষ্ঠানটি উপভোগ করার জন্য।

আয়োজকেরা জানান, এ অনুষ্ঠানে যোগ দিতে আসা শিল্পীদের ইতোমধ্যে মালয়েশিয়া আসার সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কুয়ালালামপুরের টুইন টাওয়ার সংলগ্ন উইসমা এমসিএর সুবিশাল অডিটোরিয়ামে বিকাল ৩টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত চলবে এ আয়োজন।

আমন্ত্রিত অতিথিদের বাইরে সাধারণ দর্শকরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন এ অনুষ্ঠানে। তবে প্রবেশ নিশ্চিত করতে আগে থেকে বারকোডের মাধ্যমে নিবন্ধন করতে হবে, অনুষ্ঠানের দিনেও থাকবে সে সুযোগ।

এ অনুষ্ঠানে মূলত বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ করা হবে প্রবাসীদের। সেই সঙ্গে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানো প্রবাসীর হাতে তুলে দেওয়া হবে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড।

এ ছাড়া যারা বিভিন্ন খাতে অবদান রেখে দেশের অর্থনীতির চাকা গতিশীল রেখেছেন, তাদেরও সম্মানিত করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পাশা খান, মো. রাসেল, তালেব মোল্লা ও আসাদুজ্জামান মাসুমসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর