শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৬ পূর্বাহ্ন

সভাপতি কাজী হায়াৎ, মহাসচিব শাহীন চলচ্চিত্র পরিচালক সমিতির

  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২১৬ Time View

চলচ্চিত্র পরিচালক সমিতি নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী হায়াৎ। অপরদিকে মহাসচিব হয়েছেন শাহীন সুমন। তাদের নেতৃত্বেই আগামী দুই বছর পরিচালিত হবে চলচ্চিত্রের এ দাপুটে সংগঠনটি।

জানা যায়, কাজী হায়াৎ ১৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী মুশফিকুর রহমান গুলজার পেয়েছেন ১৩৮ ভোট। অন্যদিকে শাহীন সুমন পেয়েছেন ১৬০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন রাজু পেয়েছেন ১২০ ভোট।

এর আগে শুক্রবার দিনভর ভোটযুদ্ধ শেষে মধ্যরাতে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল লতিফ বাচ্চু ফলাফল ঘোষণা করে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন- আবদুল লতিফ বাচ্চু। তার সঙ্গে কমিশনার হিসেবে ছিলেন- পরিচালক বিএইচ নিশান ও শামসুল আলম।

নির্বাচন কমিশনার জানান, সহ-সভাপতি ছটকু আহমেদ (১৪৫), উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা (১৫৩), কোষাধ্যক্ষ পদে সেলিম আজম (১১৩), সাংগঠনিক সচিব শাহীন কবির টুটুল (১৯৭), আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মনি (১৮৮), সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব আব্দুর রহিম বাবু (১৬৭), প্রচার-প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু (১৫১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে ইফতেখার জাহান (১৭৬), এস ডি রুবেল (১৭৮), পল্লী মালেক (২০০), বজলুর রাশেদ চৌধুরী (১৭১), মনতাজুর রহমান আকবর (১৬১), মোস্তাফিজুর রহমান মানিক (২০১), মারিয়া আফরিন তুষার (১৭০), শাহ্ আলম কিরণ (১৬৫), শাহাদাৎ হোসেন লিটন (১৫৬), সোহানুর রহমান সোহান (১৯৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এআই

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর