শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

ছুরিকাঘাতে যুবক নিহত, ট্রেন থেকে নামতেই ছিনতাইকারীর হামলা

  • আপডেট : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ৪৩ Time View

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেন থেকে নামার পর ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাইম ইসলাম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোরে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত নাইম নওগাঁ জেলা সদরের মঙ্গলপুর পশ্চিম পাড়ার মো. আমজাদের ছেলে। এসময় আরও এক যুবক আহত হয়েছেন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক হাতেম আলী ভূঁইয়া বলেন, চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেন সাড়ে ৩টার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছায়। স্টেশনে যাত্রাবিরতি দিলে ট্রেনের পেছনের অংশ প্লাটফর্মের বাইরে ঝুপঝাপের দিকে থাকে। যাত্রাবিরতিতে পেছনের দুই বগি থেকে দুই যুবক ট্রেন থেকে নামলে ছিনতাইকারীরা তাদের আক্রমণ করে। এসময় এক যুবককে ছুরিকাঘাত করে। তখন তিনি তার সঙ্গে থাকা সব কিছু ছিনতাইকারীদের দিয়ে দেন। অপর যুবক নাইম ইসলাম অপরাগতা জানালে ছিনতাইকারীরা তার গলায় ছুরিকাঘাত করে। এসময় ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর