রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

ফ্রান্সে ডানপন্থীদের থামিয়ে দিল বাম জোট

  • আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৫১ Time View

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটে এগিয়ে ছিল উগ্র ডানপন্থীরা। কিন্তু দ্বিতীয় দফার ভোটে সেই অগ্রগতি ধরে রাখতে পারেনি তারা। এককভাবে কেউ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও; প্রাথমিক ফলাফলে এগিয়ে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট (এনপিই)।

রোববার দেশটির দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে বুথফেরত জরিপে এমনটা জানা গেছে বলে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদন মতে— প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জোট টুগেদার অ্যালায়েন্স দ্বিতীয় অবস্থানে রয়েছে আর তৃতীয় অবস্থানে রয়েছে উগ্র ডানপন্থী ন্যাশনাল র‌্যালি।

বিবিসি বলছে, এরই মধ্যে পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জোট এবং উগ্র ডানপন্থী ন্যাশনাল র‌্যালির নেতারা। অপর দিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন বাম জোটের নেতারা।

ফ্রান্সের রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া বুথফেরত জরিপের তথ্যমতে— ৫৭৭ আসনের পার্লামেন্টে ১৭২ থেকে ২১৫টি আসন পেতে চলেছে বাম জোট নিউ পপুলার ফ্রন্ট। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেতে যাচ্ছে ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট টুগেদার অ্যালায়েন্স।

ফ্রান্সে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ২৮৯টি আসন। সেক্ষেত্রে বাম জোটকে সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন নিতে হবে, ফরে ঝুলন্ত পার্লামেন্ট গঠনের সম্ভাবনাই বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর